এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৪ মার্চ : ‘মোদী’ পদবীর ব্যক্তিদের ‘চোর’ বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল । বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলকে দোষী সব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে । এবার ২০১৮ সালে সংসদের অধিবেশনে কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরীর বিকট হাসির উত্তরে তাকে পরক্ষে “সুর্পনাখা” বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন নেত্রী । বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর সেই বক্তব্যের ভিডিও পোস্ট করে রেনুকা চৌধুরী টুইট করেছেন,’এই শ্রেণীহীন মেগালোনানিয়াক সংসদের অধিবেশনে আমাকে সুর্পনখা বলে উল্লেখ করেছে । আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। এখন দেখা যাক কত দ্রুত বিচার কাজ করবে ।’ যদিও প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি ‘শ্রেণীহীন'(classless) ও মেগালোনানিয়াক (megalonaniac)-এর মত দুটি আপত্তিজনক শব্দ প্রয়োগ করেছেন।
আসলে ২০১৮ সালে সংসদের অধিবেশন চলাকালীন বিকট শব্দে হেঁসে ওঠেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী । তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যক্ষকে বলেছিলেন,’মাননীয় অধ্যক্ষ মহাশয়, ওনাকে(রেনুকা চৌধুরী) কিছু বলার প্রয়োজন নেই । কারন রামায়ন সিরিয়ালের অনেক দিন পর এমন হাসি শোনার সৌভাগ্য হল আমাদের ।’ রাহুল গান্ধীর সাজা ঘোষণার পরেই এবার ৫ বছরের পুরনো সেই বক্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে নিশানা করতে চাইছে কংগ্রেস ।।