এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ অক্টোবর : সন্ত্রাসী সংগঠন ‘হামাস’-এর ইসরায়েলে নির্বিচারে নিরীহ মানুষকে হত্যার পর পালটা আক্রমণ শুরু করেছে তেল আবিব । ইসরায়েলের পালটা আক্রমণের সমালোচনা করে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডবলুসি) বৈঠকে ফিলিস্থিনের সমর্থনে প্রস্তাব পাশ করা হয়েছিল । তখন কংগ্রেসের ভূমিকায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল । অভিযোগ উঠেছিল ফিলিস্থিনের সমর্থন করে কংগ্রেস আদপে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়েছে । এবার দলের ভাবমূর্তিকে ঠিক করতে মধ্যপন্থা অবলম্বন করলেন কংগ্রেসের প্রবীণ নেতা রাহুল গান্ধী । আজ বৃহস্পতিবার ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘাতে তাদের পদক্ষেপের জন্য হামাস এবং ইসরায়েলি সরকার উভয়েরই নিন্দা করেছেন রাহুল । গাজা উপত্যকা অবরুদ্ধ করার জন্য ইসরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপের সমালোচনা করে রাহুল গান্ধী বলেছেন,’গাজায় শিশুসহ হাজার হাজার নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করা এবং লাখ লাখ মানুষের খাদ্য,জল ও বিদ্যুৎ বন্ধ করে তাদের সম্মিলিত শাস্তি মানবতার বিরুদ্ধে অপরাধ ।’
পাশাপাশি তিনি আরও বলেছেন,’হামাসের নিরীহ ইসরায়েলিদের হত্যা এবং অপহরণ করা একটি অপরাধ এবং এর নিন্দাও করা উচিত ।’ তিনি
ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সহিংসতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন ।।