এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৮ ফেব্রুয়ারী : ফের হিজাব নিয়ে বিতর্কের আগুন উসকে দেওয়ার কাজ করলেন কর্ণাটকের এক কংগ্রেস নেতা । মুকাররম খান(Mukarram Khan) নামে ওই কংগ্রেস নেতা হুঁশিয়ারি দিয়েছেন, যারা হিজাব পড়ার বিরোধিতা করবে তাদের ‘টুরো টুকরো করে কাটবেন । তাঁর মুখে কট্টর ইসলামপন্থীদের আদর্শের অনুরুপ এহেন বক্তব্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । প্রতিবাদে সরব হয়েছে হিন্দু সংগঠনগুলি । উল্লেখ্য, মুকাররম খান কর্ণাটকের কালাবুর্গী(Kalaburagi) জেলার সেদামের (Sedam) প্রাক্তন পঞ্চায়েত সদস্য ।
কর্ণাটকের ‘হিজাব ইস্যু’কে কেন্দ্র করে নিত্যদিন নতুন নতুন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসনকে । এদিকে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধর্মীয় পোশাক পড়ে যাওয়ার উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে কর্ণাটক হাইকোর্ট । তা সত্ত্বেও শিক্ষার্থীরা কলেজে যাওয়ার সময় হিজাব ও বোরখা পরা অব্যাহত রেখেছে । তবে কলেজে তাঁদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না ।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কর্ণাটকের কংগ্রেস নেতা মুকাররম খানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে । যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে,’তারা কী পোশাক পরেছে ? তারা জাফরান পোশাক পরছে এবং আমাদের মেয়েদের হিজাব খুলে ফেলতে বলছে। তাদের হিজাব পরতে বাধা দিচ্ছে। যারা আমাদের বাচ্চাদের হিজাব পরায় বাধা দেবে তাদের টুকরো টুকরো করা হবে ।’
এদিকে মুকাররম খানের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হিন্দু সংগঠনগুলি । তারা ওই কংগ্রেস নেতাকে গ্রেফতারের দাবিতে কালাবুর্গী জেলার সেদাম থানার বাইরে বিক্ষোভ প্রদর্শনও করে । মোকাররম খানের বিরুদ্ধে মামলা দায়ের ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান । ভিএইচপির কালাবুর্গী জেলার সাংগঠনিক সম্পাদক শিবকুমার মুকাররম খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । তিনি বলেছেন,’এই পরিস্থিতির মাঝেও যে ব্যক্তি এই ধরনের উত্তেজক মন্তব্য করেছে পুলিশ তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যাবস্থা নিক ।
আমরাও আক্রমণাত্মকভাবে কথাও বলতে পারি । কিন্তু সমাজের স্থিতিশীলতা যাতে নষ্ট না হয়
সেদিকে খেয়াল রেখে আমরা সংযত থাকি।’।