এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৫ সেপ্টেম্বর : মালদা জেলার মানিকচকে প্রকাশ্য দিবালোকে এক কংগ্রেস নেতাকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আজ রবিবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মানিকচকের চৌকি ধরমপুর বাজারের মত জনবহুল এলাকায় । মৃত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ । তার পিঠ লক্ষ্য করে পরপর ২ টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ।
এরপর মুখ ঢাকা বাইক আরোহী দুষ্কৃতীরা এলাকায় চার রাউন্ড গুলিও চালিয়ে চম্পট দেয় । বোমাবাজি ও গোলাগুলির ঘটনায় এক শিক্ষক ও সবজি বিক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির ভাই ও তাদের আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে মৃতের ছেলে । প্রসঙ্গত,মানিকচকের চৌকি ধরমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা দীর্ঘদিন ধরেই তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের এক নেতা সেখানে খুন হয়েছিলেন। সেই সময় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল ওঠে । এবার কংগ্রেস একজন নেতা খুন হল ।
জানা গেছে,আজ সকালে মানিকচকের চৌকি ধরমপুর বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন শেখ সাইফুদ্দিন । সেই সময় বাইকে চড়ে কয়েকজন মুখঢাকা দুষ্কৃতকারী পিছন থেকে এসে শেখ সাইফুদ্দিনকে লক্ষ্য করে পরপর দুটো বোমা ছোড়ে । দুটো বোমাই তার পিঠে লাগে । রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন৷ বোমা পড়ার পর বাজার ফাঁকা হয়ে যায়৷ এরপর দুষ্কৃতকারীরা চার রাউন্ড গুলি চালাতে চালাতে সেখান থেকে পালিয়ে যায় । কংগ্রেস নেতাকর্মীরা মৃত নেতার দেহ রাস্তায় ফেলে রেখে অবরোধ শুরু করে । খবর ঘটনাস্থলে পৌঁছোয় মানিকচক থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থলে থেকে বোমাও উদ্ধার করে । তবে ঠিক কি কারনে হত্যা করা হল তা জানাতে পারেননি মৃতের ছেলে । তবে অনুমান যে পুরনো শত্রুতার জেরেই খুন হলেন ওই কংগ্রেস নেতা ।।