এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,১৩ এপ্রিল : সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট করার জন্য গ্রেফতার হতে পারেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ৷ প্রসঙ্গত,সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে মসজিদে পতাকা উত্তোলনের ছবি পোস্ট করেছিলেন দিগ্বিজয় সিং । ওই ঘটনাটি মধ্যপ্রদেশের খারগোনেতে (Khargone) ঘটে যাওয়া সাম্প্রতিক হিংসার সঙ্গে জুড়ে দেন তিনি । যদিও এনিয়ে বিতর্কের সৃষ্টি হতেই তিনি ওই ছবিটি মুছে দেন । মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র সংবাদ মাধ্যমের কাছে বলেন,’মধ্যপ্রদেশের দূর্নাম করার জন্য,সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টির জন্য দিগ্বিজয় সিং প্রায়ই এই ধরনের পোস্ট করে থাকেন । এর আগেও পাকিস্থানের একটা ব্রিজ ভোপালের সঙ্গে জুড়ে দিয়েছিলেন । এখন অন্য জায়গার একটি মসজিদে পতাকা উত্তোলনের ছবি পোস্ট করে বিভ্রান্তির সৃষ্টি করেছেন । ওনার ওই টুইট লাগাতার ভাইরাল হচ্ছে । এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি ।’
দিগ্বিজয় সিংয়ের ওই বিতর্কিত পোস্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘দিগ্বিজয় সিং দাঙ্গার আগুনে রাজ্যকে কাঁপানোর ষড়যন্ত্র করেছেন । রাজ্যের মধ্যে এমন ষড়যন্ত্রকারী কাউকে আমি সহ্য করব না । জানা গেছে,ইতিমধ্যেই ভূয়ো টুইট বিতর্কে দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্য সরকার ।।