এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ এপ্রিল : লোকসভার ভোট যত ঘনিয়ে আসছে ততই বিজেপি বিরোধী দলগুলির মধ্যে আলোড়ন লক্ষ্য করা যাচ্ছে । যে নেতা ২৪ ঘন্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদ্রুপ করে রাহুল গান্ধীর পোস্টকে রিটুইট করেছিলেন, রাত পোহাতেই তার ‘হৃদয় পরিবর্তন’ হয়ে গেল এবং যোগ দিলেন বিজেপিতে । আজ বুধবার কংগ্রেস নেতা তথা বক্সার বিজেন্দর সিং আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন । দিল্লিতে দলের সদর দফতরে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বিজেপিতে যোগদান করেছেন ।
প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে রাহুল গান্ধীর টুইট রিটুইট করার পরেও কেন বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিলেন, এই প্রশ্নের উত্তরে বিজেন্দর সিং বলেছেন, রিটুইড করার পর আমি ঘুমিয়ে পড়ি । তারপর সকালে ঘুম থেকে ওঠার পর আমার হৃদয় পরিবর্তন হয় । আমার মনে হল যে আমি ভুল করছি। সঠিক লক্ষে যাওয়ার জন্য আমার বিজেপিতে যাওয়া উচিত বলে আমার মনে হয়েছিল । তাই আমি বিজেপিতে যোগদান করলাম ।’ তিনি জানিয়েছেন যে বিজেপিতে থেকে তিনি মানুষের সেবা করতে চান । তিনি এএনআই-এর সাথে কথা বলার সময় বলেছেন, বিজেপির সাথে খেলাধুলা এবং ক্রীড়াবিদদের জন্য আরও ভাল উপায়ে কাজ করতে সক্ষম হবেন।
বক্সার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার আগে ২০২৩ সালে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) চেয়ারম্যান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে রাস্তায় নেমেছিলেনন বিজেন্দর সিং । তার আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । এরপর ২০২০ সালে কেন্দ্রীয় সরকারের তিনটি খামার আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদকে সমর্থন করেছিলেন বিজেন্দর সিং । পট্টর বিজেপি বিদ্বেষী একজন ব্যক্তিত্বের হঠাৎ এই প্রকার হৃদয় পরিবর্তনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে দেশজুড়ে ।।