এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৮ জুলাই : কংগ্রেস নেতা তথা অভিনেতা রাজ বব্বরকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের একটি সাংসদ/বিধায়ক আদালত । সরকারি কাজে বাধা দেওয়া এবং দ্বায়িত্ব পালনকারী এক সরকারী কর্মীর উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় এই সাজা দেওয়া হয়েছে তাকে । পাশাপাশি আদালত রাজ বব্বরকে ৮,৫০০ টাকা জরিমানাও করেছে ।রায় ঘোষণার সময় রাজ বব্বরও আদালতে উপস্থিত ছিলেন ।
ঘটনাটি ঘটেছিল ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনের সময় । সেই সময় রাজ বব্বর সমাজবাদী পার্টিতে ছিলেন । লখনউ আসনে তিনি অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন । নির্বাচন চলাকালীন পোলিং বুথ অফিসারের সঙ্গে তাঁর কিছু কথা কাটাকাটি হয় এবং তিনি চড়াও হয়ে হামলা চালান বলে অভিযোগ । আক্রান্ত পোলিং অফিসার ১৯৯৬ সালের ২ মে রাজ বব্বরের বিরুদ্ধে উজিরগঞ্জ থানায় একটি এফআইআর রজু করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ৩৩২,৩৫৩,৩২৩,৫০৪ এবং ১৮৮ ধারায় রাজ বব্বর এবং অরবিন্দ যাদবের বিরুদ্ধে পুলিশ মামলা রজু করে । গণপ্রতিনিধিত্ব আইন ছাড়াও ফৌজদারি আইন সংশোধনী ধারায় আদালতে চার্জশিট দাখিল করা হয় । অবশ্য সেই সময় রাজ বব্বর জামিন পেয়ে যান । দীর্ঘ ২৬ বছর পর অবশেষে ওই মামলার নিষ্পত্তি হল । আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন রাজ বব্বর ।।