এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ অক্টোবর : অর্থনৈতিক স্বাধীনতা অর্জনকারী ভারতকে দুর্বল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রে কংগ্রেসের জড়িত থাকার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদি।হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর নির্বাচনের ফলাফল ঘোষণার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং কংগ্রেসকে কটাক্ষ করে বলেন,’কংগ্রেস জাত ভিত্তিক রাজনীতি প্রচার করছে এবং দেশে জাতপাতের বিষ ছড়াচ্ছে।’ তিনি বলেন,’কংগ্রেস মানুষকে জাতপাতের নামে লড়াই করতে উস্কানি দিচ্ছে।’
কংগ্রেসকে হরিয়ানায় দলিতদের অপমান করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেত্রী কুমারী শৈলজাকে উদ্ধৃত করে বলেছেন যে কংগ্রেস দলিতদের অপমান করেছে এবং সংরক্ষণের অবসানের কথা বলেছে। এর পাশাপাশি কংগ্রেস কৃষক, দলিত, ওবিসি এবং আদিবাসীদের উসকানি দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ তোলেন ।একই সঙ্গে ভারতকে দুর্বল করার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং কংগ্রেসও এই ষড়যন্ত্রে জড়িত। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে যাতে কংগ্রেসও জড়িত। কংগ্রেস বিদেশি ষড়যন্ত্রে সহযোগিতা করে দেশকে দুর্বল করার চেষ্টা করছে।’ তিনি বলেছেন, ‘কংগ্রেস তার নিজের মিত্রদের গিলে ফেলবে এবং এমন একটি দেশ তৈরি করতে চায় যেখানে লোকেরা তাদের নিজস্ব ঐতিহ্যকে ঘৃণা করতে শিখবে ।’।