এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ জানুয়ারী : শ্রীরামমন্দির প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের আমন্ত্রণ নিয়ে সিপিএমের পদাঙ্ক অনুসরণ করল কংগ্রেস । শ্রীরাম মন্দিরের উদ্বোধনে রাজনীতিকরনের অভিযোগ তুলে আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো সোনিয়া ব্রিগেড । আজ বুধবার কংগ্রেসে সাধারণ সম্পাদক জয়রাম রমেশের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে,কংগ্রেস পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ পেয়েছিলেন । আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ভগবান রামকে পূজা করে। ধর্ম একটি ব্যক্তিগত বিষয়। কিন্তু আরএসএস/বিজেপি অযোধ্যা রাম মন্দিরকে রাজনীতির প্রকল্পে পরিণত করেছে।’
তিনি লিখেছেন,’নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি ও আরএসএস নেতারা এই অর্ধ-নির্মিত মন্দিরের উদ্বোধন করতে চলেছে। মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টের ২০১৯ সালের সিদ্ধান্ত মেনে এবং লক্ষ লক্ষ রাম ভক্তদের অনুভূতিকে সম্মান জানিয়ে অনুষ্ঠানে বিজেপি/আরএসএস-এর আমন্ত্রণকে সম্মানের সাথে বয়কট করেছেন।’
এদিকে কংগ্রেসের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ করেছেন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণণ। তিনি বলেছেন,শ্রী রাম মন্দিরের প্রত্যাখ্যান অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ এবং আত্মঘাতী সিদ্ধান্ত । আজ আমার মন ভেঙে গেল ।’ সোশ্যাল মিডিয়ার ওই পোস্টটি তিনি কংগ্রেসকে ট্যাগ করেছেন ।।