এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৪ মে : আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস গত ২ মে তাদের ইশতেহার প্রকাশ করেছে । সেই ইশতেহারে মুসলিমদের সংরক্ষণ, বজরং দলকে নিষিদ্ধ করার মতো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । কংগ্রেসের ইশতেহার সম্পর্কে সাংবাদিকরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতামত জানতে চাইলে তিনি কংগ্রেসকে জিন্নাহর সঙ্গে তুলনা করে বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পিএফআই (পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া) নিষিদ্ধ করেছেন। কংগ্রেস বলছে বজরং দলকে নিষিদ্ধ করবে। কংগ্রেস বলছে যে তারা মুসলিম সংরক্ষণ আবার শুরু করবে। কংগ্রেসও ধর্মান্তর বিরোধী বিল বাতিলের কথা বলেছে। কংগ্রেসের আজকের ইশতেহার একটি সম্পূর্ণ মুসলিম মৌলবাদী ইশতেহার। আমি বিশ্বাস করি, জিন্নাহ জীবিত থাকলেও তিনি কখনোই এমন ইশতেহার করতেন না। আজ কংগ্রেস জিন্নাহর চেয়ে নিচে নেমে গেছে। কর্ণাটকে কংগ্রেস সম্পূর্ণভাবে ভারতীয় চেতনার বিরুদ্ধে কথা বলছে। কংগ্রেস মুসলিম মৌলবাদী দলে পরিণত হয়েছে।’ তিনি কংগ্রেসের ইশতেহারটি পড়ে দেখার পরামর্শ দিয়েছেন ।
২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ১০ মে । ১৩ মে ফল ঘোষণা হবে । বর্তমান ক্যাবিনেটের মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে । বর্তমানে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মোট ১১৯ টি আসন রয়েছে, যেখানে কংগ্রেসের রয়েছে ৭৫ টি এবং তার সহযোগী জেডি(এস)- এর মোট ২৮ টি আসন রয়েছে । গোষ্ঠীদ্বন্দে জর্জরিত বিজেপির কাছে এবারের নির্বাচন খুবই চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে ।।