এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৬ ডিসেম্বর : জহরলাল নেহেরুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়েই জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা ভারতের হাতছাড়া হয়ে যায় । যে এলাকাটি বর্তমানে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর(পিওকে) নামে পরিচিত । পিওকে নিয়ে দীর্ঘ দিন ধরেই ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব চলছে । কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পিওকে-কে ভারতের অন্তর্ভুক্ত করার কথা বারবার বলে আসছে । কিন্তু কর্ণাটক কংগ্রেস সেই পিওকে-কে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ বিজেপির । গান্ধীর ভারতের নামে কংগ্রেসম্যানদের ভারতের মানচিত্র বিকৃত করাকে সত্যিই রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেছে বিজেপি।
বিজেপি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্স-এ পোস্ট করেছে যে কংগ্রেস সরকার পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। গান্ধী বলেছিলেন যে ভারতের নামে কংগ্রেসিদের দ্বারা ভারতের মানচিত্র বিকৃত করা প্রকৃতপক্ষে রাষ্ট্রদ্রোহ।
বেলগাঁওয়ে(কর্ণাটক) যে ব্যানারগুলি লাগানো হয়েছে তা প্রমাণ করে যে কংগ্রেস ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এবং পক্ষপাতিত্বের রাজনীতির জন্য যে কোনও জঘন্য কাজ করতে “প্রস্তুত”। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে অবিলম্বে এই বিতর্কিত ব্যানারগুলি সরিয়ে ফেলার এবং ভারতের মানচিত্র বিকৃতকারী বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া পোস্ট করেছেন, ছবিটি কংগ্রেসের বিশ্বাসঘাতকতাকে তুলে ধরেছে। কংগ্রেস পার্টির প্রয়োজন দেশ, ভাষা, আম্বেদকর, মহাত্মা গান্ধী, কাশ্মীর সবই শুধু ভোট আকৃষ্ট করার জন্য কিন্তু বাস্তবে নয়। কংগ্রেস আসলে যা চায় তা হল ক্ষমতা এবং দুঃশাসন ।’।

