এইদিন ওয়েবডেস্ক,বেরেলি,২৫ এপ্রিল : আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বেরিলিতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে তুলোধুনো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী বলেছেন, ওই দুই দল তাদের ‘ভোট-ব্যাঙ্কের রাজনীতির’ কারণে চলতি বছরের জানুয়ারিতে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠায় অংশ নেয়নি। তিনি বলেন,’ওরা নিজেকে ভগবান রামের থেকেও বড় মনে করে ।’
প্রধানমন্ত্রী বলেন,’তাদের (বিরোধীদের) অহং খুব বেশি এবং তারা নিজেদের ভগবান রামের থেকেও বড় বলে মনে করে। রাম মন্দির প্রাণ প্রতিষ্টার জন্য সমাজবাদী পার্টি এবং কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল। তারা এটা করেছে কারণ তাদের ভোটব্যাঙ্ক তাদের উপর বিরক্ত হতো । তারা তোষামোদের রাজনীতির জন্য অনেক নিচে নামতে পারে ।’
প্রধানমন্ত্রী বলেন,সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের ইন্ডি জোট তোষামোদের রাজনীতির জন্য যে কোনও প্রান্তে যেতে পারে। কংগ্রেসের বিপজ্জনক নখর জনগণের অধিকার কেড়ে নিতে চলেছে। কংগ্রেস ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিতে চায় এবং তাদের পছন্দের ভোট ব্যাঙ্কে দিতে চায় ।’ প্রসঙ্গত,কর্ণাটকের কংগ্রেস সরকার মুসলিমদের ওবিসির তালিকাভুক্ত করেছে । লোকসভা নির্বাচনে মুসলিম ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতেই কংগ্রেস এই উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ উঠছে ।
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে ১৯ এপ্রিল থেকে চলছে লোকসভা নির্বাচন “এক হাজার বছরের দাসত্বের মানসিকতা থেকে দেশকে সম্পূর্ণরূপে মুক্ত করার নির্বাচন । এই নির্বাচন এমন একটি নির্বাচন যা ভারতের আত্মসম্মানকে নতুন উচ্চতা দেবে । বরেলি লোকসভা কেন্দ্র থেকে ছত্রপাল গাঙ্গওয়ারকে প্রার্থী করেছে বিজেপি।নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বরেলি লোকসভার ভোটের সময়সূচী ৭ মে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে, বিজেপির সন্তোষ কুমার গাঙ্গওয়ার বেরেলি লোকসভা কেন্দ্রে ৫,৬৫,২৭০ ভোট পেয়েছিলেন । রানার আপ হন এসপি-র ভাগবত শরণ গাংওয়ার। সন্তোষ কুমার গাঙ্গওয়ার ১,৬৭,২৮২ ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হন।।