এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ সেপ্টেম্বর : ইসলামের নবি হজরত মুহাম্মদের জন্মদিবসে রাজ্যের মুসলিম সম্প্রদায়কে “মুবারকবাদ” জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি একটি নীল পোস্টারের আকারে সেই শুভেচ্ছা বার্তায় লিখেছেন,”মানবকল্যাণের পথপ্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস ‘ঈদ-এ-মিলাদুন-নবী’ উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ” ।
উইকিপিডিয়া অনুযায়ী,ঈদ-এ-মিলাদুন্নবী হচ্ছে শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সাথে পালন হতে দেখা যায়। তবে উৎসব নিয়ে ইসলামি পণ্ডিতদের মাঝে অনেক বিতর্ক রয়েছে । হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখে উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলিমরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলিমদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত ।
আজ শুক্রবার এই বিশেষ দিনে মালদা জেলার মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক উন্মাদনা দেখা গেছে । পুরাতন মালদা ব্লকের মুচিয়া,রতুয়া-২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গা ও পরাণপুর,ইংরেজবাজার ব্লকের মিলকি,কালিয়াচকের বিভিন্ন এলাকায় ইসলামি পতাকা নিয়ে মিছিলসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে । মুর্শিদাবাদেও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিনটি উদযাপন করা হচ্ছে বলে জানা গেছে ।।