এইদিন ওয়েবডেস্ক,গোমা(কঙ্গো), ১৩ মার্চ : ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট সন্ত্রাসবাদীরা সংঘাত-পীড়িত পূর্ব কঙ্গোর একটি গ্রামে আক্রমণ করে কমপক্ষে ৯ জন খ্রিস্টান গ্রামবাসীকে হত্যা করেছে । স্থানীয় নাগরিক সমাজের নেতা স্যামুয়েল কাগেনি জানিয়েছেন, উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের এনগোহি ভুইঙ্গা গ্রামে শনিবারের হামলায় কয়েক ডজন লোক বাস্তুচ্যুত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা ।
কাগেনি বলেন, এই অঞ্চলে আইএসের সহযোগী সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের সন্ত্রাসীরা গ্রামবাসীদের উপর বন্দুক ও চাপাতি দিয়ে আক্রমণ করে, যখন তারা তাদের খামারে কাজ করছিল।নিকটবর্তী ভুইঙ্গা গ্রামের যুব নেতা সিজার কাম্বালে বলেছেন,’শান্তিপ্রিয় জনগোষ্ঠীকে এখনও হত্যা করা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও হস্তক্ষেপ নেই । আমাদের সেনাবাহিনী,এফএআরডিসি (কঙ্গোলিজ সশস্ত্র বাহিনী) কি সত্যিই এই শত্রুর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করছে? … প্রতিদিন মানুষকে আক্রমণ করা হয়, আর আমাদের এফএআরডিসি-এর অসহায় চোখের সামনে বেসামরিক লোকদের হত্যা করা হয় ।’।