এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,৩০ নভেম্বর : স্মার্টফোনের কারনে প্রভাব পড়ছিল পড়াশোনায় । তাই পড়ুয়াদের স্কুলে স্মার্টফোন ব্যবহারের উপরে কড়াকড়ি শুরু করেছিল স্কুল কর্তৃপক্ষ । প্রতিদিন নিয়ম করে ছাত্রীদের ব্যাগ পরীক্ষা করা হচ্ছিল । আর তা করতে গিয়ে কার্যত চোখ কপালে উঠে যায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের । কারন বইপত্র, টিফিনের পাশাপাশি ব্যাগ থেকে বেরিয়ে আসে কনডম, লাইটার, সিগারেট, হোয়াইটনার এবং গর্ভনিরোধক বড়ি, জলের বোতল, অ্যালকোহল এবং প্রচুর টাকাপয়সা । ঘটনাটি কর্ণাটকের একটি স্কুলের ।
জানা গেছে,স্কুলের ভিতরে পড়ুয়াদের স্মার্টফোন ব্যবহার রুখতে সম্প্রতি কর্ণাটক অ্যাসোসিয়েশন অফ গভর্নিং বোর্ড অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল (কম) এর অন্তর্ভুক্ত সমস্ত স্কুলগুলিকে শিক্ষার্থীদের ব্যাগ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে । কিছু স্কুলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও পড়ুয়াদের ব্যাগ পরীক্ষায় অংশগ্রহণ করছে । কিন্তু একটি স্কুলে ব্যাগ পরীক্ষা করতে গিয়ে তাঁরা দেখেন ছাত্রীদের ব্যাগে রয়েছে সেলফোন, স্মার্টফোন, কনডম, গর্ভনিরোধক বড়ি, লাইটার, সিগারেট, তীব্র গন্ধযুক্ত হোয়াইটনার এবং বিপুল পরিমাণ নগদ টাকা । বিষয়টি নিশ্চিত করেছেন কমসের প্রধান সচিব ডি শশীকুমার । জানা গেছে, দশম শ্রেণির এক ছাত্রীর ব্যাগে একটি কনডম পাওয়া যায় । তাকে এনিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ওই পড়ুয়া জানায়,ওই কনডম তার নয় তার এক বন্ধুর ।
এদিকে এই পরিস্থিতিতে পড়ুয়াদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বিভ্রান্ত স্কুল কর্তৃপক্ষ । কিছু স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের অবিভাবকদের ডেকে বিষয়টি অবগত করিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে । এছাড়া পড়ুয়াদের নিয়মিত কাউন্সেলিং এর উপর জোর দেওয়া হয়েছে স্কুলে । সেই সঙ্গে স্কুলের বাইরেও পড়ুয়াদের কাউন্সেলিং এর ব্যবস্থা করার জন্য অবিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে ।।