এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০১ এপ্রিল : এমনিতেই দেশে ইসলামি শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে । শিক্ষার মান নিয়ে ওঠে বিস্তর প্রশ্ন । তার উপরে জাল শংসাপত্রের ব্যবসা ফেঁদে বসেছিলেন বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামান । মোটা অর্থের বিনিময়ে তিনি স্কুল কলেজের শংসাপত্র তৈরি করে দিচ্ছিলেন তিনি । দেরিতে হলেও অবশেষে শামসুজ্জামানের ওই অবৈধ কারবারের উপর নজর পড়ে শেখ হাসিনা সরকারের । ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আজ সোমবার (১ এপ্রিল ২০২৪) সকাল সাড়ে ১০টা নাগাদ রাজধানী ঢাকার আগারগাঁও এবং পীরেরবাগে অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করেছে ।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও জাল শংসাপত্র , শংসাপত্র তৈরির যাবতীয় সরঞ্জামসহ শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।রবিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের নিজের বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয়।অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, দীর্ঘদিন ধরেই ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে কারিগারি শিক্ষাবোর্ডের সনদ বিক্রি করছিলেন তিনি। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির সার্ভার তার নিয়ন্ত্রণে থাকায় অনলাইনেও এসব শংসাপত্রের অস্বিত্ব পাওয়া যায়। শিক্ষাবোর্ড থেকে সনদ ছাপানোর আসল কাগজ চুরি পর্যন্ত করেছেন তিনি। পরে ওইসব কাগজে সনদ ছাপিয়ে নির্দিষ্ট শিক্ষার্থীর কাছে বিক্রি করা হত। এই ঘটনায় বোর্ডের আর কারা কারা জড়িত আছেন, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি ।।