এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,৩১ মার্চ : ভোটের দিন ঘনিয়ে এলেও পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে নিয়ে জটিলতা কাটার কোনও লক্ষনই দেখা যাচ্ছে না । জেলা কংগ্রেসের সভাপতি প্রবীর গঙ্গোপাধ্যায়ের নাম প্রার্থী হিসাবে ঘোষনার পর থেকেই দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছে । কাটোয়ায় কংগ্রেসের নেতারা রীতিমত সাংবাদিক সম্মেলন করে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনে অংশগ্রহন না করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যে ঘোষনাও করে দিয়েছেন । প্রবীরবাবুকে সরিয়ে কাটোয়ার বাসিন্দা তথা কাটোয়া বিধানসভার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো রনজিত চট্টোপাধ্যায়কে প্রার্থী করার দাবি জানিয়েছেন তাঁরা ।
জানা গেছে,দলীয় নেতা কর্মীদের বিক্ষোভের জেরে কংগ্রেস প্রার্থীকে নিজের নির্বাচনী ক্ষেত্রে সেভাবে প্রচার করতে দেখা যায়নি । এই পরিস্থিতির কারনে
সিপিএমের জেলা নেতৃত্ব কাটোয়া কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসাবে তাঁদের দলের তরফে সুদীপ্ত বাগচির নাম ঘোষণা করে দিয়েছেন বলে জানা গেছে । বৃহস্পতিবার তিনি মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন । এছাড়া দলীয় প্রার্থীর হয়ে বুধবার থেকে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে সিপিএম । চলছে প্রচার ।
এনিয়ে জানতে চাওয়া হলে কাটোয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই বিষয়ে আমাকে কিছু জানানোও হয়নি । আমি বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবো ।’
অন্যদিকে কংগ্রেসের জোট সঙ্গী সিপিএমের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অচিন্ত্য মল্লিকের কথায়,” কাটোয়া কেন্দ্র আমরা কংগ্রেসের জন্যই ছেড়েছিলাম । কিন্তু কংগ্রেসের প্রার্থী তো কাটোয়াতে পা রাখতেই পারছেন না । এই অবস্থায় তো ময়দান ফাঁকা রাখা যায় না। তাই আমাদের দলের হয়েও প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন । যদি কংগ্রেস প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়ন জমা না করেন তাই প্রদেশ কংগ্রেস ও আমাদের দলের রাজ্যনেতৃত্বের মধ্যে আলোচনা করে ‘ডামি প্রার্থী’র মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা করলে আমাদের প্রার্থী মনোনয়নপত্র তুলে নেবেন।’
এদিকে কাটোয়া বিধানসভায় সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিএম তাদের প্রার্থীর নাম ঘোষণা করায় পরিস্থিতি আরও জটিল হল বলে মনে করছে রাজনৈতিক মহল । এই অবস্থায় কাটোয়ায় সংযুক্ত মোর্চার প্রার্থী কোন দলের হবে সেই দিকে তাকিয়ে রয়েছে উভয় দলের কর্মী সমর্থকরা ।।