এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ জুন : স্কুলে বিলি করা মিডডে মিলের খাদ্যসামগ্রী নিম্নমানের ও ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন অবিভাবকরা । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল-২ ব্লকের হোবিনগর প্রাথমিক স্কুলে । বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় খাদ্যসামগ্রী বিতরন । অবিভাবকদের অভিযোগ,বাজার থেকে পচা আলু এনে ভালো আলু সরিয়ে রেখে দেয় স্কুল কর্তৃপক্ষ ৷ সেই সঙ্গে চাল ও আলু ওজনে কম দেওয়া হয় বলে অভিযোগ । যদিও এই অভিযোগ মানতে চাননি স্কুলের প্রধান শিক্ষক আসামুদ্দিন আহমেদ । তিনি বলেন,’আমাদের কাছে যা আসছে তা দিচ্ছি । ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে ।’
স্থানীয় সুত্রে খবর,এদিন সকালে হোবিনগর প্রাথমিক স্কুলে মিডডে মিলের জন্য চাল,আলু প্রভৃতি খাদ্যসামগ্রী বিলি করা হচ্ছিল । লাইন দিয়ে তা সংগ্রহ করছিলেন পড়ুয়াদের বাড়ির মহিলারা । কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিলি করা আলুর মান নিয়ে তীব্র অসন্তোষ শুরু হয়ে যায় স্কুলে । ওজনে কম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলা হয় । এরপর স্কুল থেকে দেওয়া আলু ফেলে দিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে দেন অবিভাবকরা । তাঁরা দাবি তোলেন মিডডে মিলের সামগ্রী ভালো মানের ও সঠিক ওজনের হতে হবে । এই দাবিতে ঘন্টা দুয়েক ধরে স্কুল চত্বরের মধ্যে বিক্ষোভ প্রদর্শন করেন মিডডে মিলের সামগ্রী নিতে আসা মহিলারা ।
বিক্ষোভকারী ছবি খাতুন,জোসিরা বিবিরা বলেন, ‘তিন মাস পর মিডডে মিলের খাদ্যসামগ্রী দেওয়া শুরু হল । তাও আলু ও চালের মান অত্যন্ত নিম্নমানের । ওজনেও কম । আলু থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে । বাচ্ছাদের এই আলু খাওয়ালে অসুস্থ হয়ে পড়বে । আমাদের দাবি ভালো খাদ্য সামগ্রী দেওয়া হোক । সেই সঙ্গে বিগত তিন মাসের খাদ্য সামগ্রী আমাদের দেওয়া হোক ।’
এই বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শক তারক মন্ডল বলেন, ‘নিম্নমানের খাদ্য বিলি কাম্য নয় । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।’।