এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৯ মে : হিউম্যান রাইটস কমিশনের আধিকারিকের পরিচয় দিয়ে পেট্রোল পাম্প মালিকের কাছে এক লক্ষ টাকা দাবি করেছিল এক যুবক । পাম্প মালিক টাকা দিতে অস্বীকার করলে তাঁর পিছনে সিবিআই লাগানোর হুঁশিয়ারিও দিয়েছিল সে । ভয় পেয়ে তাকে ৪০ হাজার টাকা দিয়েছিলেন পেট্রোল পাম্প মালিক । কিন্তু এরপর থেকে বাকি টাকার জন্য লাগাতার চাপ দিতে শুরু করলে পাম্প মালিকের অভিযোগের ভিত্তিতে ভূয়ো হিউম্যান রাইটস কমিশনের আধিকারিককে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর থানার গেলিয়া এলাকায় । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম ইজরায়েল মিদ্যা । বাড়ি জামডিগ্রি এলাকায় । রবিবার রাতে এলাকা থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ । সোমবার ধৃতকে আদালতে তোলা হয় ।
পেট্রল পাম্প মালিক সমীর সিকদার জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল গত বুধবার(৪ মে ২০২২) । ওইদিন পাম্পে পেট্রল কম ছিল । সেই কারনে আপতকালীন প্রয়োজনেই পাম্প থেকে পেট্রল দেওয়া হচ্ছিল । এনিয়ে একটি নোটিশও সাঁটানো হয়েছিল । সন্ধ্যা নাগাদ একটি বাইকে চড়ে পাম্পে আসেন ওই যুবক । তিনি তাঁর বাইকে তেল ভরে দেওয়ার জন্য বলেন । কিন্তু কর্মীরা তাঁকে তেল দিতে অস্বীকার করে । এদিকে নোটিশটাও তার আগে কোনোভাবে খুলে যায় । তেল না পেয়ে ওই যুবক হম্বিতম্বি করতে শুরু করে । যদিও আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে সে পালিয়ে যায় ।
সমীরবাবু বলেন, ‘পরের দিন সকাল ৯ টা নাগাদ আমায় ফোন করে ওই যুবক । নিজেকে হিউম্যান রাইটস কমিশনের আধিকারিকের পরিচয় দেয় । পেট্রোল পাম্পে সিবিআইয়ের তদন্ত হবে বলে আমায় এক জায়গায় আসতে বলে । কথামত আমি আমার পাম্পের অদূরেই ওই যুবকের সঙ্গে দেখা করি । তখন সে সিবিআই তদন্তের হুমকি দেখিয়ে আমার কাছে এক লক্ষ টাকা দাবি করে । সেই সময় আমার কাছে ৪০ হাজার টাকা ছিল । ভয় পেয়ে ওই টাকা আমি তার হাতে দিয়ে দিই । আর ওই দিন রাত থেকেই সিবিআইয়ের ভয় দেখিয়ে সে আমায় ব্লাকমেল করতে শুরু করে । শেষে বাধ্য হয়ে আমি পুলিশের দ্বারস্থ হই ।’
জানা গেছে,গত শুক্রবার এনিয়ে জয়পুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন পেট্রোল পাম্পের মালিক । এরপর মোবাইল ফোনের সুত্র ধরে অভিযুক্ত যুবকের সন্ধান শুরু করে পুলিশ । শেষে রবিবার রাতে সে পুলিশের হাতে ধরা পড়ে যায় । পুলিশ ধৃতের রয়্যাল এনফিল্ড বাইকটি আটক করে । আর কারোর কাছ থেকে ওই যুবক এভাবে তোলাবাজি করেছিল কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।