এইদিন ওয়েবডেস্ক,আকোলা(মহারাষ্ট্র),১৪ মে : ইনস্টাগ্রামে বিতর্কিত পোস্ট ঘিরে সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্রের পুরানো শহর আকোলা । শনিবার সন্ধ্যা থেকে ঘন্টা খানেক ধরে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে তুমুল পাথরবাজির চলে । বহু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । ব্যাপক ভাঙচুর চলে যানবাহনে । এমনকি পুলিশের গাড়ি ও দমকলের ইঞ্জিন লক্ষ্য করে চলে এলোপাথাড়ি পাথরবাজি ।
ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে বিপুল সংখ্যক পুলিশ। এখানে কালেক্টর ১৪৪ ধারা জারি করেছেন ।। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পাশাপাশি আকোলা জেলার আশেপাশের ওয়াশিম, বুলধানা, অমরাবতী থেকেও পুলিশ বাহিনীকে ডাকা হয় । সংঘর্ষে একজন নিহত এবং এক মহিলা পুলিশসহ অনেকে আহত হয়েছেন।
পুলিশের দুটি কোম্পানি দাঙ্গাবাজদের চিহ্নিত করে গ্রেপ্তারি শুরু করেছে । আকোলার অ্যাডিশনাল এসপি মনিকা রাউত বলেন,এখনো পর্যন্ত পুলিশ ১৫ জনকে গ্রেফতার করেছে । কালেক্টরের নির্দেশে অকোলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,শনিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের আকোলার কোনো ব্যক্তি ইনস্টাগ্রামে একটি বিতর্কিত পোস্ট করেছিল, যে কারণে এক সম্প্রদায়ের বহু লোকজন জড়ো হয়ে থানায় অভিযোগ দায়ের করেতে যায় । তারা এনিয়ে থানায় মামলা দায়ের করার পর যানবাহনে ব্যাপক ভাংচুর শুরু করে । কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয় । এদিকে অন্য সম্প্রদায়ের লোকজনও তখন জড়ো হয়ে যায় । শুরু হয় দু’পক্ষের মধ্যে তুমুল পাথরবাজি । হিংস্র জনতা পুলিশের গাড়ি ও দমকলের ইঞ্জিন লক্ষ্য করেও ইঁটপাটকেল ছোড়ে । পাথরবাজির ঘটনাটি ঘটেছে মূলত শহরের গঙ্গাধর চক, পোলা চক, হরিহর পেঠ প্রভৃতি এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য জেলা থেকেও পুলিশ বাহিনীকে ডাকা হয়েছে ।।