এইদিন ওয়েবডেস্ক,বার্মিংহাম,০৪ আগস্ট : জুডোর ৭৮ কেজি বিভাগে অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হল ভারতের তুলিকা মানের । ফাইনালে স্কটল্যান্ডের সারাহ অ্যাডলিংটনের কাছে ‘ইপ্পন’ স্কোরিংয়ে তিনি পরাজিত হলেন । জুডোতে তিন ধরনের স্কোরিং আছে। প্রথমত- ‘ইপ্পন’,দ্বিতীয়ত-‘ওয়াজা আরি’ এবং তৃতীয়ত-‘ইউকো’ । বিপক্ষের খেলোয়াড়কে মাটিতে ফেলার পরে তাকে উঠতে না দেওয়াই হল ‘ইপ্পন’ । এতে পূর্ণ পয়েন্ট দেওয়া হয় । নিক্ষেপ কম জোরে করা হলে তাকে ওয়াজা-আরি বলে। এতে অর্ধেক পয়েন্ট দেওয়া হয় । একজন খেলোয়াড় দুইবার ওয়াজা-আরির জন্য পূর্ণ পয়েন্ট পায় এবং সেই খেলোয়াড় বিজয়ী হয় । কিন্তু তুলিকা দ্বিতীয়বার ওয়াজা-আরি বা ইপ্পন চেষ্টা করার আগে সারা ইপ্পন স্কোরিং করে ম্যাচ জিতে যায় ।
প্রথম ম্যাচে মরিশাসের ট্রেসি দুরহানকে হারিয়েছিলেন তুলিকা । দ্বিতীয় ম্যাচে তিনি নিউজিল্যান্ডের সিডনি অ্যান্ডিসকে হারিয়েছে । তৃতীয় ম্যাচে অর্থাৎ ফাইনালে তাকে হারতে হয়েছে ।
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা ১৮ তে পৌঁছে গেছে । এর মধ্যে রয়েছে ৫ টি স্বর্ণ(মীরাবাই চানু, জেরেমি লালরিনুঙ্গা, অঞ্চিতা শিউলি, মহিলা লন বল দল, পুরুষদের টেবিল টেনিস দল), ৬ টি রৌপ্য(সংকেত সারগারি, বিন্দিয়ারানি দেবী, সুশীলা দেবী, বিকাশ ঠাকুর, ভারতীয় ব্যাডমিন্টন দল, তুলিকা মান) ও ৭ টি ব্রোঞ্জ পদক (গুরুরাজা পূজারি, বিজয় কুমার যাদব, হরজিন্দর কৌর, লাভপ্রীত সিং, সৌরভ ঘোষাল, গুরদীপ সিং, তেজস্বিন শঙ্কর) ।
ষষ্ঠ দিনে পাঁচটি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা । জুডোকা তুলিকা মান রৌপ্য পদক জিতেছেন । তুলিকার পাশাপাশি স্কোয়াশে সৌরভ ঘোষাল, ভারোত্তোলনে লাভপ্রীত ও গুরদীপ এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তেজস্বিন শঙ্কর ব্রোঞ্জ পদক জিতেছেন । এদিকে অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বোরগোহাইন এবং ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপের রৌপ্য পদক বিজয়ী বক্সার আশিস কুমারের পরাজয় সবাইকে হতবাক করে দিয়েছে ।।