এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ জুলাই : দেশে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির মাঝে সাধারণ মানুষ এখন বিদ্যুতের ‘শক’ পেতে চলেছে । কারন প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পর্যাপ্ত কয়লা উৎপাদন হচ্ছে না । বর্ষার কারণেও কয়লা উৎপাদনে প্রভাব পড়েছে । তাই বিদ্যুতের চাহিদা মেটাতে ৭৬ মিলিয়ন টন কয়লা আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার । আর তার প্রভাব পড়তে চলেছে বিদ্যুতের বিলের উপর । বিদ্যুতের বিল ইউনিট প্রতি ৮০ পয়সা পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে খবর ।
সুত্রের খবর, দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন সংস্থা এনটিপিসি এবং দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) প্রায় ২৩ মিলিয়ন টন কয়লা আমদানির পরিকল্পনা করছে । এর পাশাপাশি অন্যান্য সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোও তাদের খরচ মেটাতে ৩৮ মিলিয়ন টন কয়লা আমদানি করতে পারে । এভাবে ২০২২ সালেই দেশে প্রায় 76 মিলিয়ন টন কয়লা আমদানি করা হবে । যার অর্থ হল আরো ব্যয়বহুল হবে বিদ্যুৎ । কারন বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো এই বর্ধিত খরচ গ্রাহকদের ওপর চাপাবে । আগামী দিনে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫০-৮০ পয়সা বাড়বে বলে মনে করা হচ্ছে । দপ্তর সুত্রে খবর,সমুদ্র বন্দর থেকে বিদ্যুৎকেন্দ্র কতদূর রয়েছে তার ওপর ইউনিটপ্রতি খরচ বৃদ্ধি নির্ভর করবে। কারন কয়লার দামের সঙ্গে পরিবহন খরচও চাপবে বিদ্যুৎ গ্রাহকদের ঘাড়ে ।।