জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০৯ মে : যথাযোগ্য মর্যাদা সহকারে গুসকরা পুরসভার উদ্যোগে সমস্ত কাউন্সিলর, বেশ কিছু পুরকর্মী ও রবীন্দ্রপ্রেমী মানুষের উপস্থিতিতে আজ মঙ্গলবার পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী ।গুসকরা নিউটাউনে বাসস্ট্যান্ড সংলগ্ন কবির মূর্তিতে মাল্যদান করেন পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, ভাইস চেয়ারম্যান বেলি বেগম সহ অন্যান্য কাউন্সিলর সহ বেশ কিছু রবীন্দ্রপ্রেমী সাধারণ মানুষ। যদিও এখানে খোলা আকাশের নীচে পড়ে থাকা রবীন্দ্রনাথের মূর্তিকে নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ দ্যাখা যায়। তাদের বক্তব্য,এভাবে খোলা আকাশের নীচে কবির মূর্তি পড়ে থাকাটা কখনোই শোভনীয় নয়। সমস্যার সমাধানে পুরসভাকে অবশ্যই দ্রুত সদর্থক ভূমিকা নিতে হবে।
এদিন পুরসভায় কবির প্রতিকৃতিতে মাল্যদান করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সাধনা কোনার ও যমুনা শিকারী সহ অন্যান্যরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্রনাথের সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে চেয়ারম্যান বলেন, রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করা আমার মত ক্ষুদ্র মানুষের পক্ষে সত্যিই কষ্টসাধ্য। বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করতে বলব । নিউটাউনের ছাউনিহীন রবীন্দ্র মূর্তি প্রসঙ্গে তিনি বললেন,বিষয়টি আমাদের মাথায় আছে। কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আমরা পুরসভার পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেব।।