এইদিন ওয়েবডেস্ক,কুমিল্লা,১৩ ডিসেম্বর : বাংলাদেশে ফের এক হিন্দুকে নির্মমভাবে জবাই করে খুন করা হয়েছে৷ এবারে কুমিল্লার হোমনায় শান্ত চন্দ্র দাস (১৮) নামে এক অটোরিকশা চালককে হিন্দু তরুনকে জবাই করে খুন করেছে অজ্ঞাত ঘাতকরা ।শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ হোমনা পৌরসভার কারারকান্দি–বাহেরখোলা রোডের পাশে ভুট্টার খেত থেকে তার গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ । নিহত শান্ত চন্দ্র দাস উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে। পরিবারের উপার্জনে সহায়তা করতে শান্ত কিছুদিন ধরে তিনি অটোরিকশা চালাতে শুরু করেন ।
নিহতের বাবা অরুণ চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার বিকেলে শান্ত অটোরিকশা নিয়ে বের হয় । রাত ৮টার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হন। পরের দিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে শান্তকে শনাক্ত করেন। অরুণ চন্দ্র দাস অভিযোগ করেন, “আমার ছেলেকে শুধু অটোরিকশা ছিনতাই করতে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি প্রশাসন ও রাষ্ট্রের কাছে আমার সন্তানের হত্যার সুষ্ঠু বিচার চাই।” হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে।
এর আগে গত শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭০) ও তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬৫)কে জবাই করে খুনের ঘটনা ঘটে । এই ঘটনায় ঘাতক মোরছালিন (২২) নামের এক টাইলস মিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । তবে খুনের কারন এখনো স্পষ্ট নয় ।।

