এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ আগস্ট : রাজু শ্রীবাস্তবের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে । দিল্লির এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স)-এ ভর্তি হওয়া এই কৌতুক অভিনেতার রক্তচাপ ১১ তম দিনে নিয়ন্ত্রণে এসেছে। আগে ২০ শতাংশ পর্যন্ত অক্সিজেন দেওয়া হচ্ছিল,বর্তমানে তা ৫০ শতাংশ করা হয়েছে । রাজুর বড় ভাই সিপি শ্রীবাস্তব বলেন, ‘দিল্লি এইমসের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডঃ এমভি পদ্মনে কোনো কারণে কলকাতায় গিয়েছিলেন । কিন্তু রাজুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অধ্যাপক ডাঃ এমভি পদ্মাকে কলকাতা থেকে ফিরিয়ে আনা হয়েছে । শুক্রবার রাতে ডাঃ এমভি পদ্মা আমাদের আশ্বস্ত করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে, রাজুর কিছু হবে না ।’
প্রসঙ্গত,বিগত ১০ বছরে তিনবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের । দশ বছর আগে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে, সাত বছর আগে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল । গত ১০ আগস্ট হোটেলের জিমে ব্যায়াম করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তৃতীয়বারের মতো অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় ।
গত বৃহস্পতিবার (১৮ আগস্ট ২০২২) দিল্লির এইমসের চিকিৎসকরা জানিয়েছিলেন, রাজুর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তিনি এখন পুরোপুরি অক্সিজেন সাপোর্টে আছেন। এর পর কলকাতা থেকে ডাকা হয় এইমসের নিউরোলজি বিভাগের প্রধান ডাঃ এমভি পদ্মাকে ।
তবে রাজুর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর শুধুমাত্র তার স্ত্রী শিখাকে আইসিইউতে যেতে দেওয়া হচ্ছিল । কিন্তু এখন শিখাও যেতে পারে না । ডাক্তার বলেছেন, রাজুকে যেকোনো উপায়ে সংক্রমণের হাত থেকে বাঁচাতে হবে। অন্যদিকে, নার্সিং স্টাফদেরও কর্তব্যরত অবস্থায় আইসিইউর বাইরে যেতে দেওয়া হয়নি । রাজু শ্রীবাস্তবের পিআরও বলেন, ‘ডাক্তার মস্তিষ্কের সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছেন। রাজুর হার্ট আবার স্বাভাবিকভাবে কাজ করছে। এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিকের ভারী ডোজ দেওয়া হয়েছিল। এখন তা কমিয়ে আনা হয়েছে। এখন আবার তাদের দুধ দেওয়া হচ্ছে ।’।