এইদিন ওয়েবডেস্ক,খেজুরী,০২ জানুয়ারী : গত ১৫ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া বাজারে “হিন্দু হঠাও দেশ বাঁচাও” স্লোগান দিয়েছিল স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেস কর্মী । হেঁড়িয়া কন্টাই কো অপারেটিভ ভোটে তৃণমূল কংগ্রেস জেতার পর স্থানীয় মুসলিমরা এই শ্লোগান দেয় বলে অভিযোগ । তারই প্রতিবাদে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে খেজুরী ব্লকের হেঁড়িয়াতে মিছিল এবং সভা করেন । সেই সভাতে “হিন্দু হটাও” স্লোগান তোলা জিহাদীদের উদ্দেশ্যে হুংকার দিয়ে বলেন, ‘আয় কোথায় আছিস জিহাদী- রোহিঙ্গা-পাকিস্তানের বাচ্চারা, আয় এখানে…সাইজ করতে এসেছি’৷
সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আজকে খেজুরের হিন্দুরা শক্তি দেখালো । এতো ছোট করে শক্তি দেখালো । এই যে জিহাদীরা এসেছিল ১৫ ই ডিসেম্বর, বলে হিন্দু হটাও ! আয় কোথায় আছিস জিহাদীর বাচ্চা, রোহিঙ্গাদের বাচ্চা, পাকিস্তানের বাচ্চা, আয় এখানে, সাইজ করতে এসেছি । পশ্চিমবঙ্গকে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী দিয়ে গেছেন হিন্দুদের । ভারত ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে । মুসলমানদের জন্য পাকিস্তান… মোহাম্মদ আলী জিন্নাহ৷ আর ভারত হিন্দুস্থান….. হিন্দু হটাও ? আয় মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের নাতিরা আয় এখানে, ১৫ হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য ।’ এরপর তিনি ‘জয় শ্রীরাম’, ‘দুনিয়ার হিন্দু এক হও’, ‘হর হর মহাদেব’, ‘ভোলে বাবা পার করেগা’,’হরে কৃষ্ণ’,’গৌড় নিতাই প্রেমানন্দে বলো হরি হরি বোল’ প্রভৃতি স্লোগান তোলেন ।
বিরোধী দলনেতা এক্স-এ লিখেছেন,’২০২৪ সালের ১৫ ই ডিসেম্বর, পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়ায়, পশ্চিমবঙ্গের শাসক দলের সাথে যুক্ত মৌলবাদীরা স্লোগান তুলেছিল : “হিন্দু হটাও, দেশ বাঁচাও” । আজ ১৫ হাজারেরও বেশি সনাতনী মানুষ একই স্থানে জড়ো হয়েছে সেই ঘৃণ্য কথার বিরুদ্ধে প্রতিবাদ জানাল যা লক্ষ লক্ষ হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।’ সভায় তিনি বলেন,’গত ১৫ ডিসেম্বর এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হেঁড়িয়ায় হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে এবং মিডিয়ার সামনে । এই জিহাদীদের বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি… মমতাজ, তাকে হারিয়েছি নন্দীগ্রামে । আর ২০২৬ সালে হিন্দুরাই ওকে প্রাক্তন করবে৷’
পাশাপাশি তিনি সনাতন ধর্ম সম্পর্কে বলেন,’সনাতন ধর্ম আপনাদের এমনভাবে তৈরি করেছে যে, কেউ ঢিল ছুড়লে আপনি পাল্টা ঢিল ছুড়তে পারবেন না । আপনাদের মধ্যে দেশ বিরোধীতা নেই, আপনাদের মধ্যে জিহাদি রিপু নেই, আপনার মধ্যে ধর্মান্ধতা নেই,আপনার মধ্যে মৌলবাদ নেই, আপনি নিজে ধর্ম আস্থা রাখেন অপর ধর্মের শ্রদ্ধাশীল । এই যে আমাদের হাজার হাজার বছরের পুরনো হিন্দু ধর্ম, এই ধর্মে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে আমরা এখানে এসেছি ।’।