এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৩ আগস্ট : এরাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তোষণের রাজনীতিকে প্রভৃতি বিষয়বস্তু সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে সম্প্রতি স্বরচিত গান গেয়েছিলেন উত্তরবঙ্গের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মনিন্দ্র বর্মন। আর তার সেই অপরাধে শিল্পীকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । মন্ত্রীর এই হুমকির পর আজ রবিবার পালটা জবাব দিয়েছেন মনিন্দ্র বর্মন । তিনি মন্ত্রীকে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘আমার বাড়িতে আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি । আমার বাড়ির সামনে ল্যাম্পপোস্ট আছে । এসে সেখানে বেঁধে পেটান দেখি ।’ তিনি আরও বলেছেন, ‘তবে কোনো যুবককে সাথে করে আনবেন না । কারন এমনিতেই তো রাজ্যের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ বরবাদ করে দিয়েছেন । তারপরে আমায় পেটালে বেচারিরা কেস খেয়ে যাবে ।’
প্রসঙ্গত,সম্প্রতি মনীন্দ্র বর্মনের গাওয়া “জ্বালাইয়া খাইলো একটা হিরোকরাণী” নামে একটি গান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় । গানের নিশানায় ছিলেন মূলত নিশানায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সাংবাদিকরা উদয়নের কাছে এই গানের প্রতিক্রিয়া চাইলে তিনি বলেছিলেন,’আমার বা আমাদের সামনে পড়লে ও যে ভাষাতে গান করেছে সেই ভাষাতেই উত্তর দেব । ওই গান শোনার পরে ওই গায়ককে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর স্বাধীনতা যুবকদের আছে ।’
এদিকে মন্ত্রীর এহেন মন্তব্যের প্রতিক্রিয়ায় শিল্পি মনিন্দ্র বর্মন বলেন,’উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর এটাও মুখের ভাষা, ভাবুন । এর আগে রাজবংশীদের হাঁটুয়া ভাঙ্গার নিদান দিয়েছিলেন । ভাবুন, উনি একজন নেতা এবং উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ! ভাবতেও অবাক লাগে । ওরা কি সংবিধান সম্পর্কে কিছু জানে নাকি ওরা খালি গুন্ডামি শেখায় ?’ তিনি বলেন, ‘যাই হোক আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি । তবে আজ অল্পবয়সী ছেলেদের ব্যবহার করবেন না । এমনিতেই যুব সমাজের সর্বনাশ করে রেখে দিয়েছেন । আর করবেন না । যুব সমাজ এমনিতেই ধ্বংসের পথে । এই যে হাজার হাজার চাকরি চুরি… কি অবস্থা ! এরপরে আবার দু’চারটে ছেলেকে দিয়ে আমাকে পেটাবেন তারা তো বেচারা কেস খাবে । তাহলে ওদের ক্যারিয়ার টা নষ্ট হবে । তার চেয়ে বরং আপনি আমার বাড়িতে আসুন । আমার বাড়ির সামনে ল্যাম্পপোস্ট আছে৷ পেটানোর জন্য বাড়ি থেকে কিছু নিয়ে আসবেন তা না হলে আমি দেবো । আমাকে ল্যাম্পপোস্টের বাধন এবং পেটান । দেখে কিরকম আপনি আমাকে পেটাতে পারেন । আর যদি না পারেন তাহলে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি শেখার জন্য আমার কাছে আসুন ।’ তিনি এটাও বলেছেন,’যে নিজের বাবাকে চোর বলে তার কাছ থেকে কি আর আশা করা যায় ।’
তিনি আরো জানান যে ভবিষ্যতে এই ধরনের চাঁচা ছোলা ভাষায় তিনি গান গাইবেন । এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে তার গাওয়া গানগুলি ব্যাপক ভাইরাল করার জন্য তিনি রাজ্যবাসী তাকে আহ্বান জানান ।। শুনুন শিল্পির বক্তব্য 👇

