এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১১ নভেম্বর : স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন (এসজেপি) এবং জেউইশ ভয়েস ফর পিস (জেভিপি) নামে দুই ইসরায়েল-বিরোধী দলকে বহিষ্কার করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড রোসবার্গ ওই দুই ফিলিস্তিনপন্থী সংগঠনকে বহিষ্কারের কথা ঘোষণা করেন । রোসবার্গ বলেছেন,’ওই দুই গ্রুপ বারবার বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘন করে ক্যাম্পাসের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করছিল । আগে থেকে এই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও বৃহস্পতিবার বিকেলে অননুমোদিত সমাবেশ করে হুমকিমূলক বক্তব্য এবং ভয় দেখানো হয় । যেকারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ।’
রোসবার্গ আরও জানান যে ওই দুটি গ্রুপ এরপর থেকে ক্যাম্পাসে কোনো সমাবেশ করার বা বিশ্ববিদ্যালয়ের তহবিল পাওয়ার যোগ্য হবে না । তিনি বলেন,’স্থগিতাদেশ প্রত্যাহার করা ওই দুটি গ্রুপের উপর নির্ভর করবে । তারা যদি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মেনে চলার প্রতিশ্রুতি প্রদর্শন করে তাহলেই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা হবে । তবে সমস্ত ছাত্র গোষ্ঠীর মতো এসজেপি ও জেভিপিকে বিশ্ববিদ্যালয়ের নীতি ও পদ্ধতি মেনে চলতে হবে। যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করে এবং বিশ্ববিদ্যালয়ের মূল কার্যক্রম বিনা বাধায় পরিচালিত হতে পারে ।’।