এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ জুলাই : দিল্লির মদনপুর খাদারে রোহিঙ্গা শরণার্থীদের আবাসন… কালিন্দী কুঞ্জে রোহিঙ্গা মুসলমানদের জন্য কলোনি… অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লির আম আদমি পার্টির সরকার রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের বিষয়ে উদার হস্ত হলেও রোষের মুখে পড়তে হচ্ছে ধর্মীয় নিপিড়নের শিকার হয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থী হিন্দুদের । পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ শহর থেকে ২০১৩ সালে ভারতে আসা কয়েক হাজার হিন্দু শরণার্থীরা মৌলিক সুযোগ- সুবিধার জন্য তীব্র লড়াই করছেন ৷ দিল্লির মজনু কা টিলার গুরুদ্বারের কাছে প্রায় ১৮০ পরিবার বাস করে। এসব পরিবারের অস্থায়ী আবাসস্থল এখন ছিনিয়ে নিতে চলেছে আম আদমি পার্টি(আপ) শাসিত দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) ।
পাকিস্তানি শরণার্থী হিন্দুদের বস্তিগুলি ভেঙে দেওয়ার জন্য একটি নোটিশ জারি করা হয়েছে । এখানকার বাসিন্দারা বলছেন, ‘এখন ভারত থেকেও আমাদের যদিও তাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব?’ জানা গেছে,এই এলাকায় মোট ১১০০ জন বসবাস করে, যার মধ্যে প্রায় ২৫০ জন শিশু এবং বাকিরা পুরুষ ও মহিলা
মজনু কা টিলার কাছে একটি বস্তিতে বসবাসকারী হিন্দু উদ্বাস্তুদের প্রধান ধর্মবীর বলেন, ‘পাকিস্তানের নিপীড়নের শিকার হয়ে আমরা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছি । আমরা আশা করেছিলাম যে সমস্ত পরিবার শীঘ্রই ভারতীয় নাগরিকত্ব পাবে।’ উল্লেখ্য, ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর পাকিস্তানি হিন্দু শরণার্থীদের অনেকে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। এযাবৎ মোট ৫০ জন নাগরিকত্ব পেয়েছেন। ধরমবীর আরও বলেছেন, ‘নাগরিকত্ব সহ বিভিন্ন বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক ও কর্মচারীদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি। আমাদেরও পুলিশ ভেরিফিকেশন হচ্ছে । আমরা দাবি করছি যে সমস্ত হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব এবং স্থায়ী বাসস্থান দেওয়া হোক । আমরা সবাই আমাদের ধর্মকে বাঁচাতে পাকিস্তান থেকে ভারত মাতার কাছে আত্মসমর্পণ করেছি ।’
দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির নোটিশ সম্পর্কে ধরমবীর বলেন, ‘ডিডিএ থেকে নোটিশ পাওয়ার পর আমরা দিল্লি হাইকোর্টে আবেদন করেছি। হাইকোর্ট ডিডিএ উচ্ছেদ অভিযান প্রক্রিয়া স্থগিত করেছে। এখন ১০ সেপ্টেম্বর এ বিষয়ে আদালতে শুনানি হবে। কিন্তু নোটিশের কারণে আমরা চরম আতঙ্কে আছি ।’
নোটিশে, ডিডিএ প্রশাসনকে এনডিটির আদেশ অনুসারে যমুনা ডাব ভিস্তার উপর চাপ কমাতে বলেছে। এ ছাড়া বস্তি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এবং লোকজনকে রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে। ডিডিএ আধিকারিকদের মতে, ‘যমুনা ডাব ভিস্তার অবৈধ দখলগুলি নিয়ম অনুযায়ী সরানো হচ্ছে ।’।