এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ জুন : প্রেমিকাকে ইভটিজিং করেছিল কয়েকজন যুবক । তার প্রতিবাদ করায় খুন হয়ে গেল দিল্লির এক কলেজ পড়ুয়া । মৃতের নাম নিখিল চৌহান(১৯) । তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আর্যভট্ট কলেজের পলিটিক্যাল সাইন্স অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন । রবিবার প্রায় সাড়ে বারোটা নাগাদ ৩-৪ জনের একটি দল তার উপর হামলা চালায় । তাদের মধ্যে একজন নিখিলের বুকে একটা ধারালো ছুরি আমূল বসিয়ে দেয় । ওই পড়ুয়াকে উদ্ধার করে তড়িঘড়ি দিল্লির মোতিবাগের চরক পালিকা হাসপাতালে আনা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাহুল(১৯) এবং হারুন(১৯) । রাহুল দিল্লির বিন্দাপুর এলাকার বাসিন্দা । সে প্রথম বর্ষের ছাত্র । বিন্দাপুরে তাদের একটা পারিবারিক পাউরুটির দোকান আছে । হারুন দিল্লির জনকপুরীর বাসিন্দা । সে নিলোথি এলাকার একটা টি-শার্ট কারখানায় কাজ করে ।
ঘটনার বিবরণে জানা গেছে,দিন সাতেক আগে নিখিলের প্রেমিকাকে ইভটিজিং করেছিল কয়েকজন যুবক । তার প্রতিবাদ করেছিল নিখিল । সেই আক্রোশে নিখিলকে প্রাণে মারার পরিকল্পনা করেছিল ইভটিজাররা । পূর্ব পরিকল্পনা মত রবিবার দুপুরে তারা দিল্লির আনন্দ নিকেতনের আর্যভট্ট কলেজের বাইরে নিখিলের জন্য অপেক্ষা করে । দুপুর ১২.৩০ নাগাদ নিখিল কলেজের দক্ষিণের গেট দিয়ে বাইরে আসতেই ওই দলটি তাদের ঘিরে ধরে প্রথমে ব্যাপক মারধর করে । তারই মাঝে একজন সাথে আনা একটা ধারালো ছুরি নিখিলের বুকে আমূল বসিয়ে দেয় । বিগত ২৪ ঘন্টায় এনিয়ে তৃতীয় হত্যার ঘটনা ঘটল রাজধানী শহর দিল্লিতে ।।