শ্যামসুন্দর ঘোষ,কালনা(পূর্ব বর্ধমান),২৯ মার্চ : পারিবারিক পূজোর জন্য ভাগিরথীতে স্নান ও গঙ্গাজল সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন এক কলেজ পড়ুয়া । সঙ্গে ছিলেন পড়ুয়ার ভাগনে । ভাগনে স্নান সেরে উঠতে সক্ষম হলেও ভাগিরথীর জলে তলিয়ে গেলেন ওই কলেজ পড়ুয়া । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে। নিখোঁজ পড়ুয়ার নাম রোহিত দেবনাথ(২০) । এদিকে এই ঘটনার পর পূণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে শাসকদল ও প্রশাসনিক গাফেলতির অভিযোগ উঠছে । তাদের অভিযোগ,নদী ঘাটে নিরাপত্তার অভাবে প্রায় প্রতি প্রায় বছরই দু’একজন করে পূণ্যার্থীর বেঘোরে প্রাণ চলে গেলেও শাসকদল ও প্রশাসনের কোনো হেলদোল নেই । এনিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।
জানা গেছে,বর্ধমান শহরের গোলঘর সারদা পল্লির শনিমন্দির লেনে বাড়ি রোহিত দেবনাথের । তিনি বর্ধমান রাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । রোহিতের বাড়িতে পারিবারিক পূজো ছিল । সেকারণে আজ শনিবার প্রায় সমবয়স্ক ভাগনা সায়ন বিশ্বাসকে সাথে নিয়ে বাইকে চড়ে ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে গঙ্গাস্নান ও পূজোর জন্য গঙ্গাজল সংগ্রহ করতে এসেছিলেন । সায়ন বিশ্বাস বলেন,’আজ সকালে আমরা দুজন নদীর জলে স্নান করছিলাম । নদীর পাড়ে আমাদের বাইক, পোশাক এবং গঙ্গাজল করার জন্য এটি প্লাস্টিকের জার রাখা ছিল । আমার স্নান হয়ে গেলে জল করার জন্য আমি জারটি আনতে আমি একবার পাড়ে উঠি । আমি সেই জারটি নিয়ে নদীতে জল সংগ্রহ করতে যাব ঠিক সেই সময় দেখি রোহিত জলের ওপরে হাত তুলে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছে । আমি তৎক্ষণাৎ সেখানে ছুটে যাই এবং গামছা ফেলে তাকে বাঁচানোর চেষ্টা করি । পাশাপাশি চিৎকার করে আরো লোকজনদের ডাকি । কিন্তু ততক্ষণে তলিয়ে যায় রোহিত ।’
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা । তারা বর্তমানে তল্লাশি অভিযান চালাচ্ছে । যদিও এখনও পর্যন্ত ওই পড়ুয়ার কোন সন্ধান পাওয়া যায়নি ।
স্থানীয় বাসিন্দা লাল্টু কর বলেন,’এই নদীর ঘাটটা খুবই বিপজ্জনক । নদীর জলে যে সমস্ত ইট বা পাথরগুলি বিছানো আছে সেগুলি খুব পিচ্ছিল এবং গভীর জলের মধ্যে থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে । নিরাপত্তার অভাবের কারণে প্রায় প্রতি বছর জলে ডুবে মারা যাচ্ছেন পূণার্থীরা ।’ তিনি নদীঘাটের নিরাপত্তার ব্যবস্থা অথবা ঘাটটিকে বিপদজনক বলে ঘোষণা করে স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার জন্য দাবি জানান ।।
ছবি : নদীতে তল্লাশি । ইনসেটে নিখোঁজ পড়ুয়া ।