এইদিন বিনোদন ডেস্ক,০৭ মে : জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তরা চ্যাপ্টার ১’-এর শুটিং চলাকালীন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে । শুটিং চলাকালীন কেরালার নদীতে ডুবে মারা গেছেন এক সহশিল্পী কপিল। কর্ণাটকের উদুপি জেলার বাইন্দুর তালুকের কোল্লুরে সৌপর্ণিকা নদীতে সাঁতার কাটতে গিয়ে তিনি ডুবে যান। কোল্লুরে ছবির শুটিং চলাকালীন কপিল তার সহশিল্পীদের সাথে থাকাকালীন এই ঘটনাটি ঘটে ।
ঋষভ শেঠির কান্তরা ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল । ‘কান্তরা’-এর সাফল্যের পর, ঋষভ শেঠি ‘কাঁতারা চ্যাপ্টার ১’-এর স্ক্রিপ্ট তৈরি করেছেন। কিন্তু ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তরা ১’ (অধ্যায় ১) এখন একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে । এর আগে, কোল্লুরেই জুনিয়র শিল্পীদের বহনকারী একটি বাস উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। পরে, কান্তরার বিশাল সেট বাতাস এবং বৃষ্টিতে উড়ে যায়। এছাড়া, বনে চিত্রগ্রহণের সময় বন নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল যে, বন্য প্রাণীর বসবাসকারী বনাঞ্চলে আগুন ধরিয়ে এবং আতশবাজি পুড়িয়ে ছবিটি চিত্রায়িত করা হয়েছিল। এর কিছু পরেই জুনিয়র শিল্পীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল । ঘটনাটি ঘটেছে মঙ্গলবা সন্ধ্যায় । কান্তরা অধ্যায় ১ এর শুটিং চলছিল কোল্লুর এলাকায়। শুটিং শেষ করার পর, কপিল এবং তার দল সৌপর্ণিকা নদীতে সাঁতার কাটতে গিয়েছিলেন । কিন্তু নদীর জলের গভীরতা তিনি আন্দাজ করতে পারেননি এবং তিনি ডুবে যান।
কান্তরা একটি অল্প বাজেটের ছবি। কিন্তু কান্তারার প্রিক্যুয়েলটি বিশাল বাজেটে বিশাল স্কেলে নির্মিত হচ্ছে। সিনেমাটি প্রযোজনা করছে হোম্বেল ফিল্মস। প্রিক্যুয়েলের শুটিংয়ের জন্য কুন্ডাপুরের কাছে একটি বিশাল সেটও তৈরি করা হয়েছে। চলচ্চিত্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলার সাথে সাথে, বেশ কিছু বাধাও অতিক্রম করতে হচ্ছে ।।