সৌমিলি মণ্ডল,বাঁকুড়া,২৯ জুন : ‘Cleanliness is next to God’- এই আপ্তবাক্যটি স্মরণ করে বাঁকুড়ার রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার, ২৮ শে জুন এক বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হয়। এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেন রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক, বিডিও হীরক বিশ্বাস, যুগ্ম বিডিও সুজয় ব্যাপারী সহ অন্যান্য কর্মীরা। সাফাই অভিযানের অংশ হিসাবে এদিন একটি সচেতনতা মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা রাইপুর বাজারে উপস্থিত হয়ে সব্জী বিক্রেতা, মাছ বিক্রেতা সহ অন্যান্য ব্যবসায়ীদের এবং বাজারে উপস্থিত ক্রেতাদের পরিচ্ছন্নতার বার্তা দেন। পরিবেশ রক্ষার স্বার্থে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে নিষেধ করেন। যত্রতত্র আবর্জনা ফেলার ব্যাপারে সচেতন করেন।
প্রসঙ্গত, রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে বুড়িধরা গ্রামে একটি বর্জ্য নিষ্কাশন প্রকল্প গড়ে তোলা হয়েছে। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পচনশীল বস্তুগুলি থেকে জৈব সার তৈরি করা হচ্ছে এবং উৎপাদিত সার চাষের কাজে ব্যবহার হচ্ছে । বিডিও হীরক বিশ্বাস বলেন, ‘পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থ পৃথকভাবে রাখার জন্য শীঘ্রই ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বাড়িতে দুটি বালতি দেওয়া হবে। সেখানে তারা সেই নির্দিষ্ট বালতিতে নির্দিষ্ট আবর্জনাগুলি ফেলবেন। পরে মিশন নির্মল বাংলার গাড়ি এসে সেগুলি সংগ্রহ করে নিয়ে যাবে। তিনি আরও বলেন – আমরা যদি সচেতন না থাকি তাহলে আমাদের মধ্যে রোগের প্রকোপ বাড়বে।’ অন্যদিকে রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক বলেন,’আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে আমাদের শরীরে নানা রোগ বাসা বাঁধবে। তাতে আমাদের আর্থিক ক্ষতি যেমন হবে তেমনি শারীরিক ক্ষতিও হবে। তাই যতটা সম্ভব আমাদের সচেতন থাকতেই হবে।’ পাশাপাশি তিনি এই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও নির্মল বাংলার মিশনকে বাস্তবে রূপ দিয়ে রাইপুরের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সকলের কাছে আহ্বান জানান।।