এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ জানুয়ারী : শাস্ত্রীয় সঙ্গীত জগতে ইন্দ্রপতন ঘটল । ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হলেন উস্তাদ রাশিদ খান । আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিট নাগাদ তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মহান এই গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে বিশিষ্ট শরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান লিখেছেন,’ওস্তাদ রশীদ খান আর নেই জেনে খুব খারাপ লাগছে। তিনি এমন একজন শিল্পী ছিলেন যিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। রশিদ খান ছিলেন দেশের সবচেয়ে প্রিয় এবং প্রতিভাধর কণ্ঠশিল্পীদের একজন। ঈশ্বরের আশীর্বাদ ছিল তার উপর। তার কন্ঠস্বর ছিল মুগ্ধতা, আবেগ ও আবেদনে পরিপূর্ণ। খেয়াল হোক, ঠুমরি হোক বা ভজন, গানে জাদু ছিল। তাঁর প্রয়াণে কণ্ঠসংগীতের জগতে এক বিরাট ক্ষতি হল। আমি নিশ্চিত এবং আশা করি যে তার পুত্র এবং অসংখ্য শিষ্য তার রেখে যাওয়া ঐতিহ্য ও উত্তরাধিকার অব্যাহত রাখবেন। তাঁর পরিবার ও শিষ্যদের প্রতি আমার গভীর সমবেদনা। তার আত্মা শান্তিতে বিশ্রাম পারে ।’
উস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বাদাউনে । তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো তিনি । ফলে অনেক ছোট থেকেই সঙ্গীতের হাতেখড়ি তাঁর । এরপর গানের তালিম নিতে কাকার হাত ধরে মুম্বাইয়ে পাড়ি দেন কিশোর রাশিদ খান । পরে তিনি কলকাতায় এসে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন । হিন্দির পাশাপাশি অনেক বাংলা ছবিতেও গান করেছেন তিনি ।
বেশ কয়েক বছর আগে রাশিদ খানের প্রস্টেট ক্যানসার ধরা পড়ে । তারই মাঝে তার সেরিব্রাল স্ট্রোক হয় । মাস খানেকেরও বেশি সময় হাসপাতালে থাকতে হয় তাকে । একটু একটু করে সুস্থও হচ্ছিলেন রাশিদ খান । কিন্তু হঠাৎ করেই তার স্বাস্থ্যের অবনতি হয় । ফলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল । গায়ককে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল । কিন্তু শেষ রক্ষা হয়নি । তার অকাল মৃত্যু শোকস্তব্ধ ভারতের সঙ্গীত জগৎ ।।