এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ সেপ্টেম্বর : শব্জির বাজার স্থানান্তরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদা জেলার হবিবপুর এলাকায় । বৃহস্পতিবার সকালে হবিবপুরের আইহো বাজারে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয় । ক্রমে তা সংঘর্ষে পরিনত হয় । সংঘর্ষের জেরে ৩ জন জখম হন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার আইসি র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ৷
জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে আইহোর শব্জির বাজারটি পাশের স্কুল মাঠে বসানোর ব্যাবস্থা করে প্রশাসন । করোনার জেরে লকডাউন চলার কারনে প্রচুর শ্রমজীবি মানুষ কাজ হারিয়ে রুজিরুটির তাগিদে স্কুল মাঠে গিয়ে শব্জি বিক্রি করতে শুরু করেন । আইহোর বাজারে ২৮ জন সবজী ব্যবসায়ী থাকলেও বাজার স্থানান্তরের পর থেকে সেই সংখ্যাটা দ্রুত হারে বাড়তে থাকে ।অনেকে নিজের বাড়িতে সবজী চাষ করে বাজারে বিক্রি করতে আসতে শুরু করেন । স্কুল মাঠের বাজারটি অস্থায়ী হওয়ায় পুরনো শব্জি বিক্রেতা এর প্রতিবাদও করেননি । কিন্তু শব্জির বাজারটি স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসতেই শুরু হয় বিবাদ ।
জানা গেছে,এদিন থেকে সবজী বাজারটিকে ফের তার পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় প্রশাসন ও সবজী ব্যবসায়ীরা । আর ওই বাজারে পুরোনো ব্যাবসায়ীদের পাশাপাশি নতুন ব্যাবসায়ীরাও পসরা নিয়ে বসতে এলে দু’পক্ষের মধ্যে ঝামেলে বেধে যায় । শুরু হয় বচসা থেকে হাতাহাতি । শেষে পুলিশ এসে ঝামেলা থামায় । তবে আইহোর বাজারে নতুন ব্যাবসায়ীদের বসার বিষয়ে প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি ।।