এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ জুন : কাটোয়ায় দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল । চললো বোমাবাজি । জখম হয়েছে এক গৃহবধুসহ ৫ জন । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে কাটোয়ার মুলটি গ্রামে । মুলটি গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা ফজরুল রহমানদের সঙ্গে ওই গ্রামেরই নজরুল মল্লিকদের মধ্যে সংঘর্ষ হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাটোয়া থানার পুলিশ । যদিও বিবাদের কারন নিয়ে দু’পক্ষের কেউই খোলসা করেনি । তবে জানা গেছে, দুই পরিবারই তৃণমূল কংগ্রেসের সমর্থক । এলাকায় দখলদারি কার হাতে থাকবে এনিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল । তার জেরেই এদিন সংঘর্ষের ঘটিনাটি ঘটে বলে দাবি স্থানীয়দের একাংশের । যদিও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,” ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । ওটা পারিবারিক ঝামেলা ।’
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে ফজরুল রহমান ও নজরুল মল্লিকদের পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । লাঠালাঠি থেকে শুরু হয় বোমাবাজি । পরিবারের মহিলারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানা গেছে । সংঘর্ষে নজরুল মল্লিক, জিয়ারুল মল্লিক, ফজরুল রহমান, নূর মহম্মদ ও গৃহবধু নেপালী বিবিসহ মোট ৫ জন আহত হন । পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । এই ঘটনায় দু’পক্ষই একে অপরকে দোষারোপ করেছে ।
জখম নূর মহম্মদের কথায়, ‘আজ সকালে দুলাই শেখ, আমাই শেখ সহ কয়েকজন মিলে আমাকে ও নেপালী বিবি নামে আমার এক আত্মীয়কে অকারন মারধর করে ।’ অন্যদিকে নজরুল মল্লিকদের দাবি, নূর মহম্মদরাই প্রথম তাঁদের উপর হামলা করেছিল ।।