এইদিন ওয়েবডেস্ক, নানগারহার (আফগানিস্তান), ০৬ সেপ্টেম্বর : আফগানিস্তানের নানগারহার প্রদেশের তোরখাম ক্রসিংয়ে তালিবানদের সঙ্গে ও পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে অন্তত দুই তালিবান যোদ্ধা এবং দুই পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত হয়েছে । আহত হয়েছে ২ জন পাকিস্তানি নাগরিক । আজ বুধবার দুপুর ১২ টা নাগাদ এই সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে খবর ।
জানা গেছে,তালিবানরা তোরখামের সীমান্তে কমিশনারের সামনে একটি চেকপয়েন্ট স্থাপনের পরিকল্পনা করার পরেই দুই দেশের মধ্যে বিবাদের সূত্রপাত হয় । এদিন দুপুর নাগাদ দু’পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয় । , সংঘর্ষের পর থেকে এখনো পর্যন্ত তোরখাম ক্রসিংটি যান চলাচলের জন্য চালু করা হয়নি । তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছে এবং বলেছে যে এই গোষ্ঠীর বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর আক্রমণের জবাব দিয়েছে । আরও বলা হয়েছে যে উভয় পক্ষের কর্মকর্তারা এই বিবাদ সম্পর্কে সচেতন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে । তবে সংঘর্ষে হতাহতের বিষয়ে তালিবানরা কিছু জানায়নি ।
একটি নিউজলেটারে তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,সংঘর্ষটি নাঙ্গারহার উপত্যকার মোমান্দ জেলার তোরখাম শহরে হয়েছে । পাকিস্তানি সামরিক বাহিনী প্রথম গুলি চালায় এবং তারপর তালিবান বাহিনী এই গুলির জবাব দেয় ।
তবে পাকিস্তানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি । এর আগেও তালিবান এবং পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষের কারণে তোরখাম ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষ সহ যুদ্ধরত দু’পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছিল ।।