এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৩ ফেব্রুয়ারী : প্রতিবেশী রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে জঙ্গি সরবরাহকারী পাকিস্থান এখন নিজেই ফেঁসেছে জঙ্গিদের জালে । প্রায় দিনই জঙ্গি সংগঠনের হামলার খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান থেকে । ঘটছে প্রাণহানী ও ব্যাপক ক্ষয়ক্ষতি । ফের একবার উগ্রবাদী সংগঠন হামলা চালালো পাকিস্তানে । বুধবার বালুচিস্তানের নোশকি(Noshki) ও পাঞ্জগুর(Panjgur) জেলায় ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে চরমপন্থী সংগঠন । নোশকি জেলার প্রধান বাজার এবং পাঞ্জগুরের ঘোরা চকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে আশেপাশের ভবন ও অন্যান্য অফিসের কাঁচ ভেঙে যায় । যার পরে নিরাপত্তা বাহিনী গিয়ে গোটা এলাকাটি ঘিরে ফেলে । শুরু হয় গুলির লড়াই । সংঘর্ষে উগ্রপন্থী সংগঠনের ৪ সদস্য ও এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে আইএসপিআর একটি বিবৃতি জারি করে জানিয়েছে । নোশকিতে ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দফতরে হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ।
পাকিস্তানের সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, পাঞ্জগুরের দুটি জায়গায় উগ্রপন্থী সংগঠনের সদস্যরা সেনা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিল। সেনারা তা দেখে গুলি চালাতে শুরু করে। দীর্ঘ সময় ধরে এনকাউন্টার চলে এবং এক জঙ্গি নিহত হয় । অন্যদিকে জঙ্গিরা নোশকির ফ্রন্টিয়ার কর্পস ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিল। এখানে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জঙ্গির ।
উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে বালুচিস্তানের কেচ জেলায় জঙ্গি হামলায় ১০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল । গ্রেনেড দিয়ে চেকপোস্টে হামলা চালিয়েছিল জঙ্গিরা । এরপরই গোটা বালুচিস্তানে সতর্কতা জারি করা হয় । তা সত্ত্বেও ফের একবার হামলা চালালো উগ্রপন্থী সংগঠন । বারবার এই হামলার ঘটনাকে ‘উদ্বেগজনক পরিস্থিতি’ বলে বর্ননা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ।।