এইদিন ওয়েবডেস্ক,জাভা,০২ অক্টোবর : ইন্দোনেশিয়ান লিগ ফুটবল ম্যাচের পরে দু’দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে কমপক্ষে ১২৯ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ১৮০ জন । পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিন্তা (Nico Afinta) বলেন, ‘হেরে যাওয়া দলের সমর্থকরা আচমকা মাঠে ঢুকে আক্রমণ করে দেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে । যার ফলে বেশ কিছু মানুষ ভিড়ের মধ্যে পদদলিত হয় এবং টিয়ার গ্যাসে শ্বাসরোধের ঘটনা ঘটে ।
তিনি বলেন, ‘কাঞ্জুরুহান স্টেডিয়ামে (Kanjuruhan stadium) চৌত্রিশ জন এবং বাকিরা হাসপাতালে মারা যান এবং ১৮০ জন আহত হয়েছেন ।’ নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে তিনি জানান ।
জানা গেছে,শনিবার রাতে জাভানিজ ডার্বিতে মুখোমুখি হয়েছিল আরেমা আর পার্সেবায়া । হাড্ডাহাড্ডি লড়াই শেষে আরেমা ৩-২ গোলে হেরে যায় । শেষ পাঁচ ম্যাচে এই নিয়ে তৃতীয় হারের কবলে পড়ে আরেমা ।
এদিকে ম্যাচ শেষ হতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’দলের সমর্থকরা । ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । ভিডিওতে দেখা গেছে, চূড়ান্ত বাঁশি বাজানোর পরে দু’দলের সমর্থকরা দৌড়ে মাঠে ঢুকে পড়ে । আরেমা ক্লাবের সমর্থকদের মারমূর্তি রূপ দেখে পার্সেবায়ার সমর্থকরা দ্রুত মাঠ ছাড়ে । যে ক’জন তখনও মাঠ ছাড়তে পারেনি তারা আরেমা ক্লাবের সমর্থকদের রোষের শিকার হয় । পাশাপাশি আরেমার বেশ কিছু খেলোয়াড় যারা মাঠ ছাড়তে দেরি করেছিলেন তারা বেদম মার খান সমর্থকদের হাতে ।
এদিকে এই পরিস্থিতির মাঝে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে । ফলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় । সংকীর্ণ গেট দিয়ে পালাতে গিয়ে পদদলিত হয়ে প্রচুর হতাহতের ঘটনা ঘটে । এই ঘটনার প্রেক্ষিতে আগামী এক সপ্তাহ ইন্দোনেশিয়ার ফুটবল লিগ স্থগিত থাকবে বলেও ঘোষণা করেছে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) ।।