দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ নভেম্বর : প্রতিমা বিসর্জন ঘিরে দুই পূজো কমিটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের গুসকরা শহরে ৷ রবিবার রাতে সংঘর্ষের পর পুলিশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে । তাদের ছেড়ে দেওয়ার দাবিতে গুসকরা বালিকা বিদ্যালয়ের সামনে তেরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে বেশ কিছু লোকজন । শেষে পুলিশ অবরোধকারীদের তাড়া করে ছত্রভঙ্গ করে দেয় ৷ এদিনও আরও কয়েজজনকে আটক করা হয়েছে ৷ সংঘর্ষের ঘটনায় এনিয়ে মোট ৩ মহিলা সহ ৮ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতি বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে কালীপূজোর আয়োজন করে গুসকরা শহরের চোঙদার পুকুর পাড়ের ‘এগিয়ে চলো’ ক্লাব এবং ‘কালীমাতা সেবক সমিতি’ নামে দুটি ক্লাব । দিন পাঁচেক আগে অমাবস্যা ছিল । এবারেও যথারীতি ক্লাব দুটি কালীপূজো করেছিল । রবিবার রাতে ছিল বিসর্জন ।
জানা গেছে,বিসর্জনের জন্য দুই ক্লাব শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে আসে গুসকরা শহরের চোঙদার পুকুর পাড়ে ৷ বিসর্জন দেখতে পুকুরের কাছে বালিকা বিদ্যালয়ের সামনে বেশকিছু পুরুষ ও মহিলা জড়ো হয়েছিল । সেই সময় দু’পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেধে যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পাশাপাশি কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ । একপক্ষের অভিযোগ বেছে বেছে তারেই ধরা হয়েছে । এদিন তারা আটক হওয়া লোকজনদের ছেড়ে দেওয়ার দাবিতে পথ অবরোধ শুরু করে ।।