প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ নভেম্বর : কালী প্রতিমার বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে আহত হলেন দু’জন । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনায় ।রবিবার রাতে থেকে শুরু হওয়া সংঘর্ষের রেশ সোমবারও সকালেও অব্যাহত থাকে । ঘটনা নিয়ে দু’পক্ষই কালনা থানার দ্বারস্থ হয়েছে। ফের যাতে কোন গোলযোগ অশান্তির ঘটনা না ঘটে সেই ব্যাপারে তৎপরতা জারি রেখেছে কালনা থানার পুলিশ ।
এলাকার বাসিন্দাদের কথায় জানা গিয়েছে ,
কালনার কীর্তন মাঠপাড়ার কালী প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয় পীরতলাপাড়া দিয়ে।সেই সময় পীরতলা পাড়ার কিছু যুবক বিসর্জন যাত্রার পথ আটকাকে কীর্তন মাঠ পাড়ার যুবকদের উদ্দেশে গালিগালাজ করে।তা নিয়ে প্রথমে দু’পক্ষের বচসা বাঁধে ।পরে শুরু হয়ে যায় দুই পক্ষের মারপিট। যদিও এলাকার লোকজন দু’পক্ষকে সান্ত করে তখনকার মতো ঝামেলা অশান্তি মিটিয়ে দের । এরপর রাত কাটতে না কাটতে সোমবার সকালে পীরতলা পাড়ার কয়েকজন যুবক কীর্তনিয়া মাঠপাড়া ও হালদার পাড়ার যুবকদের বাড়িতে চড়াও হয়। অভিযোগ তারা সেখানকার পলাশ রাজবংশী ও রাহুল মন্ডলের বাড়িতে গিয়ে মোটরবাইক ও বাড়িতে ভাঙচুর চালায় ।এমনকা পীড়তলা পাড়ার যুবকরা ওই দুই পাড়ার মহিলা ও বৃদ্ধদেরও গালিগালাজ করার পাশাপাশি তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ ।
যদিও পীরতলা পাড়ার যুবক সুশান্ত মজুমদার ওরফে পুটান তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ’সোমবার সকালে কীর্তনিয়া ও হালদার পাড়ার ভাঙচুর চালানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । পাল্টা অভিযোগে তিনি বলেন, সোমবার রাতে পীরতলা পাড়ায় পুজোর মন্ডপে ঝাড়বাতি লাগানো ছিল। তাই রাস্তা দিয়ে ভাসান যাত্রা নিয়ে যেতে নিষেধ করা হয়েছিল। সেই কথা বলার জন্য কীর্তন মাঠপাড়ার লোকজন তাঁদের উপরে চড়াও হয়ে মারধোর করে।’।