দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ ডিসেম্বর : আমন ধান উঠে যাওয়ার পর বোরো চাষের জন্য বীচতলা তৈরির প্রক্রিয়া শুরু করেছিলেন জনৈক এক কৃষক । আশপাশে জল না থাকায় জমির কাছাকাছি থাকা জলাশয় থেকে পাম্পের সাহায্যে জল তুলে তিনি জমিতে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । এদিকে ওই জলাশয়ে মাছ চাষ করেছেন তাঁর এক প্রতিবেশী । চাষের কাজে জল তোলা হলে জলাভাবে মাছ মরে যাওয়ার আশঙ্কায় তিনি বাধা দিয়েছিলেন । আর এনিয়ে শুরু হয় বচসা । ক্রমে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পরিবারের লোকজন ।
মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দেবপুর গ্রামের এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । সংঘর্ষে দুই মহিলা সহ ৬ জন আহত হয়েছেন । পরিবারের বাকি লোকজন ও প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনে । আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । একপক্ষ এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে । অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে জলাশয় থেকে জল তোলা ঘিরে বিবাদের সুত্রপাত সেটি রয়েছে দেবপুর গ্রামের বাগদিপাড়ার অনতিদূরে ৷ ওই জলাশয়টিতে মাছ চাষ করেছেন বাগদিপাড়ার বাসিন্দা জনৈক কৃষ্ণ বাগদি, বিমল বাগদিরা । এদিন ওই জলাশয় থেকে জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাঁদের প্রতিবেশী হারা বাগদিদের পরিবারের লোকজন । তখন কৃষ্ণ বাগদিরা জল নিতে নিষেধ করেন । শুরু হয় তর্কাতর্কি । তা থেকে ক্রমে তুমুল হাতাহাতি বেধে যায় । এদিকে ঘটনাস্থলের কিছুটা পাশেই তাঁদের বাড়ি হওয়ায় উভয়ের পরিবারের লোকজন জড়ো হয়ে যায় সেখানে । ফলে দুই পরিবারের মধ্যে বেধে যায় তুমুল সংঘর্ষ । এমনকি মহিলাও সংঘর্ষে জড়িয়ে পড়েন ।
সংঘর্ষে আহত কৃষ্ণ বাগদি, বিমল বাগদিরা বলেন, ‘পুকুরের জল কমে গেলে মাছ মরে যাওয়ার আশঙ্কার কারনে সেচের জন্য জল তুলতে নিষেধ করেছিলাম । তার পরেও ওরা জবরদস্তি জল তুলতে যায় । তখন আমরা বাধা দিলে হারা বাগদি, নাড়ু বাগদিদের পরিবারের বেশ কিছু লোকজন টাঙ্গি, কাটারি,এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর চড়াও হয় । আমাদের ব্যাপক মারধর করে । মহিলাদের উপরেও ওরা হামলা চালায় ।’
জানা গেছে,সংঘর্ষে মালতী বাগদি,চন্দনা বাগদি নামে দুই মহিলাসহ মোট ৬ জন জখম হন । তাদের চিকিৎসার জন্য প্রথমে ভাতার হাসপাতালে আনা হয় । পরে আহতদের তরফ থেকে এনিয়ে ৬ জনের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয় । যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে ।।