এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ জুন : বাড়ির নারকেল গাছে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এক সিভিক ভলান্টিয়ার । পুলিশ জানিয়েছে মৃতের নাম চন্দন মণ্ডল(২৯) । তাঁর বাড়ি ভাতার থানার মাহাতা গ্রামে । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
জানা গেছে,মাহাতা গ্রামের বাসিন্দা ষষ্ঠী মণ্ডলের একমাত্র সন্তান চন্দন । চন্দন বিবাহিত । এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে তাঁর । ভাতার থানার অধীনে সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন ওই যুবক । মূলত সেই উপার্জনেই বাবা,মা,স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ৫ জনের সংসার চলতো ।
ষষ্ঠীবাবু বলেন,’এদিন সোমবার আমার নাতনি অন্বেষার জন্মদিন ছিল । ছেলের ইচ্ছা ছিল ধুমধাম করে জন্মদিন পালন করবে । কিন্তু নাতনির ৫ বছর বয়সের আগে জন্মদিন পালন করতে আমি নিষেধ করি । ছেলে আমার কথা মেনেও নেয় । তবে তার ইচ্ছা হয় মেয়েকে পায়েস খাওয়াবে । আর পায়েস করার জন্য শনিবার বাড়ির গাছে নাড়কেল পাড়তে গিয়েছিল চন্দন । আর তখনই এই ঘটনাটি ঘটে যায় ।’
জানা গেছে,চন্দনদের বাড়ির নারকেল গাছের পাশ দিয়ে একটি বিদ্যুতের তার গেছে । ওই তারের কভারের কিছুটা অংশ কাটা ছিল । সেটা নজরে পড়েনি চন্দনের । তিনি বড় লগা করে গাছ থেকে নারকেল পাড়ার সময় তারের কাটা অংশে হাত পড়ে যায় । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন চন্দন । তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।।