এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,২৬ মে : ফের ধর্ম অবমাননার অভিযোগে এক খ্রিস্টান খুন হল পাকিস্তানে । এবারে এক যুবককে ইঁট দিয়ে নির্মমভাবে থেঁতলে খুন করল পাকিস্তানের মুসলিম ধর্মোন্মাদদের দল । শনিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সারগোদা(Sargodha) শহরের মুজাহিদ কলোনিতে (Mujahid Colony) । শুধু ওই যুবকই নয়,আক্রান্ত হয়েছে তার পরিবার ও মুজাহিদ কলোনির অনান্য খ্রিস্টান পরিবারগুলিও । মারধরের পাশাপাশি তাদের বাড়ির যাবতীয় জিনিসপত্রে বের করে এনে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা । হামলার সময় বোরখা পরা প্রচুর মুসলিম মহিলাদেরও দেখা যায় ঘটনাস্থলে ।
জানা গেছে, নিহত ব্যক্তির নাম সুলতান(Sultan)। তার বিরুদ্ধে কোরান পোড়ানোর অভিযোগ তোলে স্থানীয় মুসলিমরা । ঘটনার কথা কানাকানি হতেই সুলতানের বাড়ির সামনে জড়ো হয় মুসলিম কট্টরপন্থীদের দল । যুবককে বাড়ি থেকে টেনেহেঁচড়ে বাইরে বের করে আনা হয়। সেই স্থানে রাস্তার পাশে বাড়ি নির্মানের জন্য ইঁটের স্তুপ রাখা ছিল । কট্টরপন্থী মুসলিমরা সেই ইঁট ছুড়ে ওই যুবককে নির্মমভাবে মেরে ফেলে । পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় যুবকদের পারিবারিক জুতার কারখানায় । পরিবারের তরফ থেকে থানায় ফোন করা হলে ২-৪ জন পুলিশকর্মী ঘটনাস্থলে আসে । পুলিশের সামনেই আশপাশের খ্রিস্টান পরিবারগুলির বাড়িতে ঢুকে লুটপাট ও অগ্নিসংযোগ করে মুসলিমরা ।
পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সারগোধায় ৭ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে, পাশাপাশি, ধর্মনিন্দার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে । পুলিশ ৪৫ জনের নাম এবং ৪৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অগ্নিসংযোগের মামলাও দায়ের করেছে । পুলিশ কর্মকর্তারা বলছেন যে নিরাপত্তা উচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং জেলা জুড়ে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, পুলিশ কর্মীরা গির্জার বাইরে মোতায়েন করা হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত মুজাহিদ কলোনিতেও পুলিশ মোতায়েন রয়েছে।
খ্রিস্টান ইন দ্য ওয়ার্ল্ড -এর সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে লেখা হয়েছে,’যীশুর নামে তোমাদের সকলকে অভিবাদন জানাই৷ আজ ২৫/০৫/২০২৪ তারিখে সারগোধা শহরের মুজাহিদ কলোনিতে ব্লাসফেমির আরেকটি দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একটি খ্রিস্টান পরিবারকে মুসলমানদের বই কোরান পোড়ানোর অভিযোগে অভিযুক্ত হয়েছে। এবং অশিক্ষিত ও বন্য জনতা অভিযুক্ত পরিবারের এক ব্যক্তিকে ইট দিয়ে মেরে ফেলেছে । তারা পুরো শহরকে ঘিরে রেখেছে এবং শহরের নিরীহ ও দরিদ্র খ্রিস্টানদের হয়রানি করছে। তথাকথিত খ্রিস্টান দেশগুলো কোথায়? কেন তারা পাকিস্তানের অত্যাচারিত খ্রিস্টানদের পক্ষে কখনো আওয়াজ তোলেনি। কেন? খ্রিস্টান দেশগুলি মুসলমানদের আশ্রয় দেয় কিন্তু পাকিস্তানে কি খ্রিস্টানদের জন্য কোনো স্থান রয়েছে ? ভাবার সময় হয়েছে ।’।