এইদিন ওয়েবডেস্ক,মনিপুর,০৪ জানুয়ারী :
মণিপুরে ফের হিংসা ছড়ালো খ্রিস্টান কুকি সন্ত্রাসীরা । কাংপোকপি জেলায় পুলিশ সুপারের অফিসে শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় কুকি সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানা গেছে । সন্ত্রাসী এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে যে কাংপোকপি জেলার এসপি মনোজ প্রভাকর এই ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন। জানা গেছে যে সন্ত্রাসীরা কাংপোকপি পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে অর্থনৈতিক অবরোধের অংশ হিসাবে পরিবহন বন্ধ করার চেষ্টা করছিল।
নিরাপত্তা বাহিনী কুকিদের পিছু হটতে বললে তারা কাংপোকপি জেলা এসপির অফিসের দিকে চলে যায় এবং ভবনে পাথর ছুড়তে থাকে। এর পর নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও শুন্যে গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়। সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে অনেক কুকি জঙ্গি আহত হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কুকি-জো গ্রুপের জারি করা অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘন্টার সম্পূর্ণ ধর্মঘটের পর এই অস্থিরতা ঘটেছে। তারা সকলেই উয়োকচিং-এর পার্শ্ববর্তী গ্রাম সাইবোলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল ।
কুকি-জো কাউন্সিল বলেছে যে অর্থনৈতিক অবরোধ, যা ২ জানুয়ারী মধ্যরাতে শুরু হয়েছিল, উপজাতিদের অধিকার এবং মর্যাদার প্রতি অবজ্ঞার প্রতিবাদে শনিবার দুপুর ৩ টা পর্যন্ত চলবে। কুকি উপজাতীয় সংগঠনের চেয়ারম্যান হেনলিয়ানথাং থাংলেট চুরাচাঁদপুরে বলেছেন যে নিরাপত্তা বাহিনীর কথিত লাঠিচার্জে আহত নারীদের ক্ষতিপূরণ না দিলে কুকি-জো পরিষদ তার প্রতিবাদ তীব্রতর করবে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর, কাংপোকপি জেলায় কুকি-জো মহিলাদের নেতৃত্বে জনতা এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। যার জেরে জাতিগত সংঘাত আক্রান্ত রাজ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। পুলিশ বলেছিল যে এই ঘটনাটি ঘটেছে যখন জনতা সেনাবাহিনী, বিএসএফ এবং সিআরপিএফের যৌথ দল মোতায়েনকে ব্যাহত করার চেষ্টা করেছিল কুকি জঙ্গিরা ।।