এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,২৮ ডিসেম্বর : নাইজেরিয়ায় ইসলামি সন্ত্রাসবাদীদের দ্বারা খ্রিস্টান নরসংহার অব্যাহত । বড়দিনের আগে গত রবিবার রাতে সন্ত্রাসী হামলায় অন্তত আটজন নিহত হয়েছে । আহত ৪ জন এবং এখানো নিখোঁজ রয়েছে ২ জন গ্রামবাসী । হামলার ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার কাতসিনা রাজ্যের জিবিয়া স্থানীয় সরকার নিয়ন্ত্রণাধীন এলাকায় ।
সোমবার নাইজেরিয়ার চ্যানেল টিভির খবরে বলা হয়েছে, টেলিফোনে একজন বাসিন্দা বলেছেন, কুকার বাবঙ্গিদা গ্রাম থেকে ইয়ান গায়া গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বড় দিনের আগে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় । তিনি জানান,২২ থেকে ৪৭ বছরের মধ্যে যারা নিহত হয়েছেন তারা সবাই ইয়ান গায়া গ্রামের বাসিন্দা এবং সোমবার সকালে তাদের ধর্মীয় রীতি অনুযায়ী কবরস্থ করা হয়েছে । আহতরা হলেন বিলিয়ামিনু ইয়ান গায়া, মালাম জাফারু, আলহাজি লাওয়াল দাদি এবং ড্যান হুসামা । একইভাবে, হামলার ফলে এখনও দুইজন নিখোঁজ রয়েছে। তারা হলেন আলহাজি আব্দুল রশিদ ইয়ান গয়া এবং শিক্ষক মালাম আবদু ।
রাজ্যের পুলিশের মুখপাত্র, এএসপি আবুবকর সাদিকও সাংবাদিকদের সাথে টেলিফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাদিক অবশ্য বিস্তারিত জানাননি, তবে তিনি জানান যে ঘটনার তদন্ত চলছে । তিনি বলেন,’হ্যাঁ, সন্ত্রাসীরা আটজনকে হত্যা করেছে, চারজন আহত এবং অন্য দু’জনকে অপহরণ করেছে । আরও বিশদ পরে জানানো হবে।’ উল্লেখ্য,জিবিয়া হল নাইজার ও নাইজেরিয়ান সীমান্তে অবস্থিত। এছাড়া বাটসারি, কাইতা, কাতসিনা, বাটাগারাওয়া এবং জুরমি (জামফারা রাজ্য) স্থানীয় সরকার এলাকার সাথেও সীমানা ভাগ করে কাতসিনা রাজ্যের জিবিয়া এলাকাটি ।।