এইদিন ওয়েবডেস্ক,আবুজা(নাইজেরিয়া),১৭ জুন : নাইজেরিয়ায় ফের খ্রিস্টান নরসংহার করল ইসলামি সন্ত্রাসবাদীরা । নাইজেরিয়ার বেনু রাজ্যের একাধিক গ্রামে হামলা চালিয়ে অন্তত ৪৬ জন খ্রিস্টানকে হত্যা করেছে ইসলামি ফুলানি পশুপালকরা । গত ৩ ও ৪ জুন, এই দুই দিন ধরে নরসংহার চলে বলে জানিয়েছে মর্নিং স্টার নিউজ । এসডিএ সভাপতি স্যামুয়েল ডোর এবং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এফ্রাইম জুয়াই স্বাক্ষরিত শিটাইল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের একটি প্রেস বিবৃতি অনুসারে, পশুপালকরা গত ৩ জুন ভোরে ইমান্দে এমবাকাঙ্গে গ্রামে আক্রমণ করে এবং ২৮ জন খ্রিস্টানকে হত্যা করে । পরের দিন ফুলানি পশুপালকরা মিচিহে, আচামেঘ এবং এমবাগেনে কাপাভ গ্রামে হামলা চালিয়ে ৬ জন করে মোট ১৮ জনকে হত্যা করে । স্যামুয়েল ডোর ও এফ্রাইম জুয়াই বলেছেন,’সবচেয়ে বিরক্তিকর বিষয় হল যে অপরাধীদের পরিচয় নিরাপত্তা সংস্থা এবং নাইজেরিয়ান সরকারের কাছে জানা আছে, এবং এখনও এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য কিছুই করা হয়নি ।’ তাঁরা জানান, যারা বরাত জোরে প্রাণে বেঁচে গেছে তারা ঘরবাড়ি,জমিজায়গা ফেলে গ্রাম ছেড়ে পালিয়েছে ।গ্রামবাসীদের যাবতীয় সম্পত্তির দখল নিয়ে নিয়েছে ইসলামি পশুপালকরা৷
এদিকে কাস্টিনা-আলা স্থানীয় সরকার এলাকার কাউন্সিল কর্মকর্তা আলফ্রেড আতেরা এক প্রেস বিবৃতিতে সন্ত্রাসবাদী হামলায় ৪৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেছেন, ‘সসন্ত্রাসবাদী হামল্য কমপক্ষে ৪৬ জন প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজনকে আহত হয়েছেন । এছাড়া লক্ষাধিক মূল্যের সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়েছে । সন্ত্রাসীদের এই নির্বোধ হত্যাকাণ্ড অমানবিক ও বর্বর। আমি সমস্ত নিরাপত্তা সংস্থার প্রতি আহ্বান জানাই যে, এই নতুন হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে ।’ বেনু স্টেট পুলিশ কমান্ডের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন বলেছেন, পুলিশ কাতসিনা-আলার থেকে এলাকায় আইনশৃঙ্খলা ভঙ্গের খবর পেয়েছে।
পুলিশ কর্মী এবং অন্যান্য নিরাপত্তা এজেন্টদের আক্রমণ শেষ করতে এলাকায় মোতায়েন করা হয়েছে ।
ওপেন ডোরস-এর ২০২৩ ওয়ার্ল্ড ওয়াচ লিস্ট (WWL) রিপোর্ট অনুসারে,নাইজেরিয়া ২০২২ সালে ৫,০১৪ জন খ্রিস্টানকে সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ দিতে হয়েছিল । অপহরণের ঘটনা ঘটেছে ৪,৭২৬ টি । এছাড়া যৌন নিপীড়ন বা হয়রানি, জোরপূর্বক বিয়ে করা বা শারীরিক বা মানসিকভাবে লাঞ্ছিত করার অসংখ্য ঘটনা ঘটেছে । সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ (ISWAP) -এর সব থেকে বেশি সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে নাইজেরিয়ার ফুলানি, বোকো হারামের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ । এখানে ব্যাপক হারে হত্যা, পঙ্গু করা, ধর্ষণ এবং মুক্তিপণ বা যৌন দাসত্বের জন্য অপহরণের ঘটনা ঘটে চলেছে ।।

