এইদিন ওয়েবডেস্ক,পিরোজপুর,১৮ মার্চ : কিশোরীকে ধর্ষণের ঘটনা ৫ লাখ টাকায় মিটমাট করে দিল বাংলাদেশের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌকিদার ও মেম্বার । ধর্ষণের ঘটনাটি ঘটে গত ৭ মার্চ দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামে । ওই গ্রামের বাসিন্দা নির্যাতিতা কিশোরী স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে । কিশোরীকে রঙ মাখানোর অছিলায় গত ৭ মার্চ দুপুরে ১০-১২ যুবক তাদের বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে । মেয়েটিকে ঘিরে ধরে তারা রঙ মাখায় । সেই সময় কেউ তাকে ধর্ষণ করে এবং অন্যরা ধর্ষণের চেষ্টা করে । বাধা দিলে তারা কিশোরীকে মারধর করে । পরে কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয় ।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা সিকদার মল্লিক ইউনিয়নের গ্রাম পুলিশ অপু এবং শ্রীরামকাঠি ইউনিয়নের মেম্বার আকবর মোল্লা এবং মনোজ কান্তি নির্যাতিতাদের বাড়িতে গিয়ে মধ্যস্থতায় ৫ লাখ টাকায় ধর্ষণের ঘটনাটি মিটমাট করে দিয়ে আসে বলে জানা যায় । কিন্তু মনোজ কান্তি মিটমাট করে দেওয়ার কথা স্বীকার করলেও বাকি দুই মধ্যস্থতাকারী মুখ খোলেনি ।
এই বিষয়ে নাজিরপুর থানার ওসি মোহম্মদ হুমায়ুন কবির বলেছেন,ঘটনার পর মেয়েটির পক্ষ থেকে ধর্ষণ ও শ্লীলতাহানির কথা বলা হয়েছিল । আমরা এনিয়ে থানায় অভিযোগ দায়ের করার জন্য বলেছিলাম । কিন্তু কোনো এক অজানা কারনে মেয়েটির পরিবার অভিযোগ দায়ের করেনি ।’ তবে ধর্ষণের ঘটনা ৫ লাখ টাকায় রফা হওয়ার বিষয়ে মুখ খোলেননি ওসি ।।