এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১৯ ফেব্রুয়ারী : বাংলাদেশের চট্টগ্রামে একটি মাদ্রাসার চার শিশুকে ধর্ষণের মামলায় দোষী সব্যস্ত শিক্ষক নাছির উদ্দীন (৩৫)কে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই সাজা ঘোষণা করেছেন । রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিল ।
জানা গেছে,নাছির উদ্দীনের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ছোট ভেওলা এলাকায় । সে নুরুল ইসলামের ছেলে। নাছির উদ্দীন রাঙ্গুনিয়া উপজেলার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক ও হোস্টেল সুপার হিসেবে কর্মরত ছিল ।২০২০ সালের ১২ অক্টোবর ওই মাদ্রাসার ৪ শিশু শিক্ষার্থী নাছির উদ্দিনের ধর্ষণের শিকার হয় । এই ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা নাছির উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । এরপরেই প্রকাশ্যে আসে যে একজন নয়, বরঞ্চ একসাথে চার শিশুর উপর যৌন নির্যাতন চালিয়েছিল ওই শিক্ষক । অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছিল। পুলিশের জেরায় সে নিজের কুকীর্তি কবুল করে ।
আসামি নাছির উদ্দীন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দেয় । পাশাপাশি ভুক্তভোগী শিশুদেরও আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় । মামলার তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ৪ জুলাই নাছির উদ্দীনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে । ২০২২ সালের ২৫ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয় । এই মামলায় আদালতে ১১ জনে স্বাক্ষ গ্রহণ করা হয় ।।