এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১২ ডিসেম্বর : জাতীয় পতাকা অবমাননার মিথ্যা অভিযোগে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে জেলে পাঠানো হয়েছে । দীর্ঘ ১৬ দিন ধরে জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ। বুধবার বাংলাদেশের চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে তাঁর জামিনের শুনানি ছিল । চিন্ময় প্রভুর পক্ষে চট্টগ্রাম আদালতে হাজির হন মানবাধিকার ওয়াচ মাইনোরিটির সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী রবীন্দ্র ঘোষ । কিন্তু আদালতের জিহাদি আইনজীবীরা রবীন্দ্র ঘোষকে চুড়ান্ত হেনস্থা করে এবং আদালতে ব্যাপক উৎপাত করে । যেকারনে চিন্ময় কৃষ্ণর জামিনের শুনানি আজ বৃহস্পতিবার পিছিয়ে দেওয়া হয় । আজ কড়া নিরাপত্তায় রবীন্দ্র ঘোষ আদালতে উপস্থিত হন । জামিনের আবেদনে চিন্ময় প্রভুর স্বাক্ষর থাকায় সেটি গ্রহণ করে আদালত। সেই সাথে আদালত বলেছে যে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের যেকোনো একজন আইনজীবীর ওকালতনাম জমা দিতে পারলে শুনানি হবে। সেই জন্য চট্টগ্রাম বারের সদস্য আইনজীবী সুমিত ওকালতনামা জমা দিতে চট্টগ্রাম আদালতে গেলেও তাকে ঘিরে রেখেছে জামাত বিএনপির আইনজীবীরা। তাকে ওকালতনামা জমা দিতে দেয়নি । ফলে চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতে গেলেও জামিন মামলা দ্রুত শোনার আবেদন খারিজ করে দেয় বিচারক সাইফুল ইসলাম। জানানো হয়েছে যে নির্ধারিত ২ জানুয়ারিতে শুনানি হবে । যেকারণে ওই দিন পর্যন্ত চট্টগ্রাম জেলেই কাটাতে হবে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে ।।